অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়



অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়


অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের সিলেবাস

বাংলায় অনার্স করলে প্রথম বর্ষের জন্য ছয়টি বিষয় নির্ধারিত থাকে। 

বিষয় গুলোর নামের তালিকা ক্রমানুসারে নিচে দেওয়া হলো :


১. বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। ( History and Culture of Bangladesh and Bengalees )


২. বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। ( History of Bangla Language and Functional Bangla )


৩. বাংলা কবিতা - ১। ( Bangla Poetry -1 )

" বাংলা কবিতা - ১ " এ যেসব কাব্যগ্রন্থ পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:

(ক) অগ্নি - বীণা, সাম্যবাদী ~ কাজী নজরুল ইসলাম।

(খ) রূপসী বাংলা ~ জীবনানন্দ দাশ।

(গ) নকসী কাঁথার মাঠ ~ জসীমউদ্দিন। 


৪. বাংলা উপন্যাস - ১। ( Bangla Novel -1 )


" বাংলা উপন্যাস - ১ " এ যেসব উপন্যাস পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:


(ক) কপালকুন্ডলা ~ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(খ) বিষাদ-সিন্ধু ~ মীর মোসাররফ হোসেন।

(গ) চোখের বালি ~ রবীন্দ্রনাথ ঠাকুর।

(ঘ) ক্রীতদাসের হাসি ~ শওকত ওসমান। 


৫. সমাজবিজ্ঞান পরিচিতি। ( Introducing Sociology ) / সমাজকর্ম পরিচিতি। (  introducing Social Work ) / রাজনৈতিক তত্ত্ব পরিচিতি। ( Introduction of Political Theory ) যেকোনো একটি বিষয়।


৬. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ( History of Emergence of Independent Bangladesh )


অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস 

বাংলায় অনার্সে দ্বিতীয় বর্ষের জন্য সাতটি বিষয় নির্ধারিত থাকে। 

বিষয় গুলোর নামের তালিকা ক্রমানুসারে নিচে দেওয়া হলো :


১. বাংলা সাহিত্যের ইতিহাস - ১। ( History of Bengali Language )


২. মধ্যযুগের কবিতা। ( Poetry of Medieval Age )


৩. বাংলা কবিতা - ২। ( Bengali Poetry - 2 )

" বাংলা কবিতা - ২ " এ যেসব কাব্যগ্রন্থ পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:

(ক) মেষনাদবধ - কাব্য ~ মাইকেল মধুসূদন দত্ত।

(খ) সোনার তরী, কল্পনা , ক্ষণিকা  ~ রবীন্দ্রনাথ ঠাকুর।


৪. বাংলা নাটক - ১। ( Bengali Drama - 1 )


" বাংলা নাটক - ১ " এ যেসব নাটক পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:

(ক) কৃষ্ণকুমারী ~ মাইকেল মধুসূদন দত্ত।

(খ) নীল-দর্পণ ~ দীনবন্ধু মিত্র

(গ) বিসর্জন ~ রবীন্দ্রনাথ ঠাকুর।

(ঘ) সিরাজউদ্দৌলা - সিকানদার আবু জাফর।


৫. বাংলাদেশের সমাজবিজ্ঞান। (  Sociology of Bangladesh ) / বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। ( Bangladesh Society and Culture )


৬. রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রেরর রাজনৈতিক ব্যবস্থা। ( Political Organization and the Political System of UK and USA )


৭. ইংরেজি ( বাধ্যতামূলক )। English ( Compulsory ) 


আরোও পড়ুন: অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়

Post a Comment

0 Comments