রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিতি ও জীবনী। Biography of Rabindranath Tagore
৭ই মে ১৮৬১, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কোলকাতায় পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদাসুন্দরী দেবী'র ১৪ তম সন্তান হিসেবে জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের বাকী ১৩ ভাই ও বোনদের নাম হচ্ছে : দ্বিজেন্দ্রনাথ, গণেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, বীরেন্দ্র, সৌদামিনি, জ্যোতিরিন্দ্রনাথ, সুকুমারী, পুনেন্দ্র, শরৎকুমারী, বার্ণকুমারী, সোমেন্দ্র, বুধেন্দ্র ও গগেন্দ্রনাথ।
বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধশালী সাহিত্যিক হিসেবে মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণীর নাম মৃণালিনী দেবী।
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি,ঔপন্যাসিক,নাট্যকার দার্শনিক, সঙ্গীতস্রষ্টা, ছোটগল্পকার, প্রাবন্ধিক, চিত্রকর, অভিনেতা ও কন্ঠশিল্পী।
রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু, গুরুদেব ও বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়।
আরও পড়ুন 👉 ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান, ছোটগল্প, কাব্যগ্রন্থ, নাটক, প্রবন্ধ, উপন্যাস সংখ্যা
গান ১৯১৫ টি
ছোটগল্প ৯৫ টি
কাব্যগ্রন্থ ৫২ টি
নাটক ৩৮ টি
প্রবন্ধ ৩৬ টি
উপন্যাস ১৩ টি
রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।
মহান এই প্রতিভাবান ব্যাক্তির জীবনাবসান ঘটে ৭ ই আগস্ট ১৯৪১ সাল। জোড়াসাঁকো, কলকাতায়।