সভ্যতা কি / সভ্যতা কাকে বলে? সভ্যতার সংজ্ঞা দাও। উদাহরণ সহ


সভ্যতা কি / সভ্যতা কাকে বলে? সভ্যতার সংজ্ঞা দাও। উদাহরণ সহ


সভ্যতা কি / সভ্যতা কাকে বলে?


যখন সংস্কৃতি একটি বিশেষ পর্যায়ে উন্নীত হয়, বিজ্ঞান ও কলার কিছু অগ্রগতি সাধিত হয় এবং জীবনমান কিছুটা উন্নত হয় তখন তাকে সভ্যতা বলে।


সভ্যতার সংজ্ঞা : সংস্কৃতি যখন একটি বিশেষ পর্যায়ে উন্নীত হয়, যখন বিজ্ঞান ও কলার কিছু অগ্রগতি সাধিত হয় এবং জীবনমান কিছুটা উন্নত হয় তখন তাকে সভ্যতা বলে।


নিচে কতিপয় সমাজবিজ্ঞানীর সভ্যতা সম্পর্কে মন্ত্যব্য তুলে ধরা হলো:


  • সমাজবিজ্ঞানী আরনন্ত্র টয়েনবির মতে, সভ্যতা বলতে নীতি, ধর্মীয়, ঐতিহ্য এবং আদর্শের এবন এক প্রাতিষ্ঠানিক রূপকে বুঝায় যা এক বা একাধিক সমাজকে প্রভাবিত করে।
  • সমাজবিজ্ঞানী মর্গানের মতে, সভ্যতা হচ্ছে বিবর্তন নামক শীর্ষ ধাপ। যে সমাজে লেখা, ভাষা, বর্ণমালা আছে, ধাতুর ব্যবহার ও লিখিত দলিলের প্রচলন আছে সে সমাজই সভ্য।
  • সমাজবিজ্ঞানী ই. বি টেইলরের মতে, সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব অভ্যাস ও দক্ষতা লাভ করে এবং যেসব জ্ঞান ও বিশ্বাস, শিল্প, আইন, নৈতিকতাবোধ আচার-আচারণ গড়ে তোলে সেগুলোই তার সভ্যতা।
  • সমাজবিজ্ঞানী মন্টেস্কু ও হান্টিংটনের মতে, সভ্যতা হচ্ছে ভৌগলিক তথা প্রাকৃতিক পরিবেশের আশির্বাদ ফসল।


আশা করি উপরোক্ত আলোচনা থেকে আপনি সভ্যতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছেন।


পরিশেষে বলা যায় যে, কোনো জাতি সম্পর্কে জানতে হলে তাদের সভ্যতার ক্রমবিকাশ জানতে হবে এবং সভ্যতা বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Post a Comment

2 Comments
  1. সভ্যতা কাকে বলে...আরও একটু বর্ণনা করলে বুঝতে সুবিধা হতো

    ReplyDelete
  2. সভ্যতা কাকে বলে... আরও একটু বর্ণনা করলে বুঝতে সুবিধা হতো

    ReplyDelete