বিশ্বায়ন কি / বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের সংজ্ঞা দাও। উদাহরণ সহ
বিশ্বায়ন কি / বিশ্বায়ন কাকে বলে?
ইংরেজি Globalization শব্দের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বায়ন এবং সবচেয়ে সাড়া প্রত্যয় Globe প্রথম ব্যবহৃত হয় ১৫৫১ সালে এবং ১৭৭৬ সালে ব্যবহৃত হয় Global. বিশ্ববাসীর কাছে বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে বিশ্বকরণ বা বিশ্বায়ন। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ সকল কিছুই আজ বিশ্বায়নের আলোচিত বিষয়। ২১ শতাব্দির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বিশ্বায়ন এবং বর্তমানে বিশ্বায়নের বিকাশ সাধিত হচ্ছে পুঁজি বিনিয়োগের মাধ্যমে, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে।
বিশ্বায়নের সংজ্ঞা :
২১ শতাব্দির সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে Globalization. সমাজবিজ্ঞানীরা বিশ্বায়নের সংজ্ঞা বিভিন্নভাবে করেছেন।
সমাজবিজ্ঞানীদের বিশ্বায়ন সম্পর্কে দেওয়া কতিপয় সংজ্ঞা নিচে তুলে ধরা হলো:
- সমাজবিজ্ঞানী মার্শাল ম্যাকলুহানের মতে, বিশ্বায়নের ধারণাটি মূলত গ্লোবাল ভিলেজের ধারণা থেকে উদ্ভাবিত হয়েছে।
- সমাজবিজ্ঞানী Antia Rodies এর মতে, নিমন্ত্রণমুক্তকরণ, বেসরকারিকরণ এবং বিশ্ববাণিজ্য ও বিনিয়োগের অধিকতরভাবে উন্মুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ব অর্থনেতিক ব্যবস্থার সাথে একত্রীভূত হওয়াকে বিশ্বায়ন বলে।
- সমাজবিজ্ঞানী গিলবার্ট এবং স্টোনারের মতে, ব্যবসায়ী আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বিশ্বব্যাপি দৃষ্টিভঙ্গি পোষণ করার বিষয়ে সংগঠনসমূহের স্বীকৃতি হলো বিশ্বায়ন।
পরিশেষে বলা যায় যে, বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক বিশ্বের এমন একটি আর্থ-সামাজিক কর্মসূচি যার মাধ্যমে অভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আশা করি আর্টিকেলটি পড়ে বিশ্বায়ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন।