সংস্কৃতি কি / সংস্কৃতি বলতে কি বুঝায়? সংস্কৃতির সংজ্ঞা দাও। উদাহরণ সহ



সংস্কৃতি কি / সংস্কৃতি বলতে কি বুঝায়? সংস্কৃতির সংজ্ঞা দাও। উদাহরণ সহ


সংস্কৃতি মানবজাতির পরিচয় বহন করে এবং সংস্কৃতির মাধ্যমে একটি জাতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। সহজ কথায় মানুষের সৃৃষ্টি সব কিছুর সমষ্টিই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি সভ্যতার সৃৃষ্টি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 


নিচে কতিপয় সমাজবিজ্ঞানীর সংস্কৃতি সম্পর্কে দেওয়া কিছু সংজ্ঞা তুলে ধরা হলো:


  • সমাজবিজ্ঞানী রস বলেছেন, সকল বস্তু ও অবস্তুর কৌশল হচ্ছে সংস্কৃতি।
  • সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, আমরা মানুষ হিসেবে কি, সে হলো আমাদের সংস্কৃতি।
  • সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বলেছেন, অর্থনেতিক ভিত্তির বিশেষ কাঠামোই হচ্ছে সংস্কৃতি।
  • সমাজবিজ্ঞানী জোনস বলেছেন, মানুষসৃষ্ট সব কিছুর সমাধি হলো সংস্কৃতি।
  • সমাজবিজ্ঞানী ম্যালিনোস্কি বলেছেন, সংস্কৃতি হচ্ছে মানুষের আপন কর্মের সৃষ্টি, যার মাধ্যমে তার উদ্দেশ্য সাধন করে।
  • সমাজবিজ্ঞানী ম্যাথি ও আর্নাল্ডে মতে, সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া বা রুচিশীল হওয়া।


আশা করি উপরে উল্লেখিত সংজ্ঞা থেকে আপনি সংস্কৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন।


পরিশেষে বলা যায়, আদিম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সভ্যতার সৃৃষ্টি, বিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংস্কৃতি মানব জাতির পরিচয় বহন করে।

Post a Comment

0 Comments