ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ ঠাকুর



ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ ঠাকুর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট বড় সবার কাছে এক পরিচিত নাম। তিনি তার জীবদ্দশায় পারিবারিক কাজে বা পেশাগত কাজে কিংবা ইচ্ছায় বা কারোর আমন্ত্রণে বিভিন্ন যায়গায় বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এই আর্টিকেলে আমরা তাই আলোচনা করবো।

১২-১৪ বছর।  বয়স পিতার সঙ্গে বোলপুর হয়ে হিমালয় গমন (১৮৭৩-১৮৭৫)।

১৭-১৯ বছর। বয়স বিদেশ যাত্রার পূর্বে  আহমেদবাদে বাস ( ১৮৭৮-১৮৮০ )।

৩২-৩৩ বছর বয়স। উরিষ্যা ভ্রমণ ( ১৮৯৩-১৮৯৪ )।

৪৫ বছর বয়স। কৃষিবিদ্যা শিখতে আমেরিকায় প্রেরণ ( ১৯০৬ )।

ইংল্যান্ডে 'গীতাঞ্জলী'র অনুবাদ রোটেন স্টাইনকে প্রদর্শন এবং ঘরোয়া সভায় বিদ্বজ্জন সমক্ষে তা পাঠ।

আমেরিকায় গমন।

৫৫-৫৭ বছর বয়স। আমেরিকায় নানা বিষয়ে বক্তৃতা - NationalismPersonality ( ১৯১৬-১৯১৮ )।

৫৮ বছর বয়স। দক্ষিণ ভারত পর্যটন ( ১৯১৯ )।

৫৯-৬০ বছর বয়স। পশ্চিম ভারত পরিক্রমা। পুনরায় বিদেশ যাত্রা। ফ্রান্স, ইংল্যান্ড,জার্মানী,ডেনমার্ক, সুইডেন,অষ্ট্রিয়া প্রভৃতি দেশে গমন। ( ১৯২০-১৯২১ )।

৬১ বছর বয়স। দক্ষিণ ভারত ও সিংহল পরিভ্রমণ ( ১৯২২ )।

৬২ বছর বয়স। পশ্চিম ভারত গমন ( ১৯২৩ )।

৬৩ বছর বয়স। চীন, জাপান হয়ে দেশে প্রত্যাবর্তন। পেরু দেশের আমন্ত্রণে আমেরিকা-যাত্রা ( ১৯২৪ )।

৬৪ বছর বয়স। ইতালি হয়ে দেশে প্রত্যাবর্তন ( ১৯৮৫ )।

৬৫ বছর বয়স। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা। আগরতলায় ত্রিপুরার মহারাজা কর্তৃক সম্বর্ধনা।  ইতালির আমন্ত্রণে আবার বিদেশ যাত্রা। রোম্যাঁ রোলার আমন্ত্রণে সুইজারল্যান্ডে গমন।অষ্টিয়া ও ইংল্যান্ড হয়ে নরওয়ে ও সুইডেন যাত্রা। ডেনমার্ক হয়ে জার্মানিতে গমন এবং বার্লিনে ভারতীয় দর্শন সম্বন্ধে বক্তৃতা। চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, রুমানিয়া, গ্রীস ও মিশর হয়ে সাত মাস পরে দেশে প্রত্যাবর্তন ( ১৯২৬ )।

৬৬ বছর বয়স। ভরতপুর,জয়পুর, আগ্রা ও আহমেবাদে ভ্রমণ। পুনরায় আবারও বিদেশ ভ্রমণ মালয়, বালী ও জাভা ভ্রমণ। শ্যামদেশ হয়ে প্রত্যাবর্তন ( ১৯২৭ )।

৬৭ বছর বয়স। সিংহল ও বাঙ্গালোর ভ্রমণ ( ১৯২৮ )।

৬৮ বছর বয়স। কানাডার আমন্ত্রণে আবার বিদেশ যাত্রা। জাপান হয়ে ভ্যাঙ্কুবারে গমন ও বক্তৃতা,  যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বক্তৃতা। জাপান ও ইন্দোচীন হয়ে দেশে প্রত্যাবর্তন ( ১৯২৯ )।

৬৯ বছর বয়স। আবারও বিদেশ ভ্রমণ। ফ্রান্স হয়ে ইংল্যান্ডে গমন। জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাত। ডেনমার্ক হয়ে রাশিয়ায় গমন। ফ্রান্স, জার্মান, ডেনমার্ক, রাশিয়া ও আমেরিকা ( ১৯৩০ )।

৭১ বছর বয়স। পারস্যের আমন্ত্রণে পুনরায় বিদেশ যাত্রা। ইরাক হয়ে দেশে প্রত্যাবর্তন ( ১৯৩২ )।

৭২ বছর বয়স। বোম্বাই ভ্রমণ ( ১৯৩৩ )।
৭৪ বছর বয়স কাশী, এলাহাবাদ, লাহোর, লক্ষ্মৌয় ( ১৯৩৫ )।

৭৫ বছর বয়স। জাপান, পারস্যে, পাশ্চাত্য পরিভ্রমণ ( ১৯৩৬ )।

৭৭ বছর বয়স। কালিম্পভে ও মংপুতে গ্রীষ্মবাস ( ১৯৩৮ )।

৭৮ বছর বয়স পুরীতে বাস। মংপু ও কালিম্পঙে গ্রীষ্মবাস ( ১৯৩৯ )।

রবীন্দ্রনাথ ঠাকুর ছোট বড় আরও বিভিন্ন ভ্রমণ করেছেন।

Post a Comment

0 Comments