বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ( জন্ম, মৃত্যু, শিক্ষা, পেশা, সাহিত্যে অবদান / সাহিত্য কর্ম )



বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী
( জন্ম, মৃত্যু, শিক্ষা, পেশা, সাহিত্যে অবদান / সাহিত্য কর্ম ) 


১৮৩৮ সালের ২৬ শে জুন ( বাংলা ১৩ আষাঢ় ১২৪৫ ) অধুনা চব্বিশ পরগণা অন্তর্গত নৈহাটির কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের বাবার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাবা ছিলেন মেদিনীপুরের কালেক্টর।

বাংলা সাহিত্যের নব জাগরণের পথিকৃৎ এবং বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধারে সরকারি কর্মকর্তা, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাংবাদিক।

বঙ্কিমচন্দ্রের জীবনসঙ্গীর নাম রাজলক্ষ্মী দেবী।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন ও চাকরি :


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫৬ সালে আইন পড়বার জন্য ভর্তি হোন প্রেসিডেন্সি কলেজে এবং ১৮৫৭ সালে সেখান থেকে এন্ট্রার্স পরীক্ষা প্রথম বিভাগে পাশ করেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫৮ সালে সদ্য প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে প্রথম স্হান অধিকার করেন।

আইন পড়া শেষ হওয়ার আগেই যশোরের ডেপুটি মেজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের চাকরি পান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী :


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম স্বার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। একটি ইংরেজি উপন্যাস সহ মোট ১৫ টি উপন্যাস রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নামের তালিকা:



  • দুর্গেশনন্দিনী।
  • বিষবৃক্ষ।
  • মৃণালিনী।
  • রাধারানী।
  • কমলাকান্তের উইল।
  • দেবী চৌধুরানী। 
  • যুগলাঙ্গুরীয়।
  • রজনী।
  • চন্দ্রশেখর।
  • ইন্দিরা।
  • সীতারাম।
  • উপকথা ( ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানীর ত্রয়ী সংগ্রহ ) 
  • আনন্দমঠ।
  • রাজসিংহ। 
  • ইংরেজি উপন্যাস - Rajmohan's wife.


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলোর নামের তালিকা:


  • লোকরহস্য।
  • কমলাকান্তের দপ্তর।
  • বিবিধ সমালোচনা।
  • বিজ্ঞানরহস্য।
  • কৃষ্ণ চরিত্র।
  • প্রবন্ধ পুস্তক।
  • বিবিধ প্রবন্ধ।
  • সাম্য।
  • মুচিরাম গুড়ের জীবনচরিত ( ব্যঙ্গ )।


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত গ্রন্থাবলীর নামের তালিকা :



  • বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান।
  • দীনবন্ধু মিত্রের জীবনী।
  • সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী।


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে ৮ এপ্রিল ১৮৯৪ সালে।

আরও পড়ুন : রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিতি ও জীবনী। Biography of Rabindranath Tagore

Post a Comment

0 Comments