দীনবন্ধু মিত্রের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।



দীনবন্ধু মিত্রের পরিচিতি  ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। 


১৮৩০ সালে উত্তর ২৪ পরগণার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন গন্ধর্ব নারায়ণ ( দীনবন্ধু মিত্র )। গ্রামটি তখন উত্তর ২৪ পরগণার ছিল না। গ্রামটি নদীয়া জেলার অংশ ছিল।

গন্ধর্ব নারায়ণের পিতার নাম কালাচাঁদ মিত্র

দীনবন্ধু মিত্রের শিক্ষা জীবন


দীনবন্ধু মিত্র পড়াশোনায় প্রচন্ড আগ্রহী ছিলেন। ফলে দীনবন্ধু মিত্র কলকাতায় পালিয়ে এসে পিতৃব্যের বাসার বাসন মেজে লেখাপড়া করতেন।
তখনি তিনি জেমস লঙের অবৈতনিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে " দীনবন্ধু  মিত্র " নাম ধারণ করেন।

এরপর দীনবন্ধু মিত্র কলুটোলা ( বর্তমান হেয়ার স্কুল )  থেকে  ১৮৫০ সালে স্কুল জীবন শেষ করেন।

সেখানে বৃত্তি পেয়ে হিন্দু কলেজ ( বর্তমান প্রেসিডেন্সি কলেজ ) এ ভর্তি হন।
এরপরেও দীনবন্ধু মিত্র উচ্চতর পরীক্ষায় বৃত্তি লাভ। ১৮৫২ সালে তৃতীয় শ্রেণী থেকে সিনিয়র বৃত্তি লাভ করেন।

বাংলা ভাষা ও সাহিত্যে দীনবন্ধু মিত্রই সব সময় সর্বোচ্চ স্থান অধিকার করত এবং শেষে দীনবন্ধু ১৯৫৪ সালে কলেজ জীবনের সব পরীক্ষাতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

দীনবন্ধু মিত্রের কর্মজীবন


দীনবন্ধু মিত্র তার কর্মজীবনেরর শুরুর দিকে পোস্টমাস্টারের চাকরি করেন ১৫০ টাকা বেতনে ১৯৫৫ সালে পটনায়।

পরে ধীরে ধীরে চাকরিতে তার পদোন্নতি ঘটে।
দীনবন্ধু মিত্র ওড়িশা, নদীয়া, ঢাকা বিভাগ ও শেষে কলকাতায় সুপারিন্টেনডেন্ট পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হন।

ডাকবিভাগেরর কাজে দীনবন্ধু মিত্র কাছাড়ে প্রেরিত হয় লুসাই যুদ্ধের সময়।

সরকার দীনবন্ধু মিত্রের তদারকি কাজে সন্তুষ্টি হয়ে রায়বাহাদুর উপাধি প্রদান করেন

দীনবন্ধু মিত্র ডাকবিভাগের উচ্চস্তরের কর্মকর্তা হয়েও উপযুক্ত বেতন পাননি।

দীনবন্ধু মিত্রের সাহিত্য কর্ম


দীনবন্ধু মিত্রের রচিত নাটক গুলো হচ্ছে :


  • নীল দর্পণ ( ১৮৬০ )।
  • নবীন তপস্বিনী ( ১৮৬৩ )।
  • কমলে কামিনী  ( ১৮৭৩ )।


দীনবন্ধু মিত্রের রচিত প্রহসন গুলো হচ্ছে :


  • সধবার একাদশী।
  • বিয়ে পাগলা বুড়ো।
  • জামাই বারিক।


দীনবন্ধু মিত্রের রচিত কাব্যগ্রন্থ গুলো হচ্ছে :


  • দ্বাদশ কবিতা ( ১৮৭২ )।
  • সুরধুনী কাব্য ( প্রথম ও দ্বিতীয় ভাগ ১৮৭১ - ১৮৭৬ )।


দীনবন্ধু মিত্রের জীবনাবসান ঘটে  ১ নভেম্বর ১৮৭৩ সালে।

Post a Comment

0 Comments