বাংলা স্বরবর্ণ - সাহিত্য মহল ( অ, আ, ই, ঈ )।



বাংলা স্বরবর্ণ - সাহিত্য মহল ( অ, আ, ই, ঈ )। 


বাংলা ভাষায় বাংলা স্বরবর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যা ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজেরাই উচ্চারিত হতে পারে।

বিশ্বের প্রতিটি দেশের ভাষাতেই এমন কিছু বর্ণ থাকে।

বাংলা ভাষায় বাংলা স্বরবর্ণের সংখ্যা মোট ১১ টি।

বাংলা স্বরবর্ণ গুলো হচ্ছে:


অ      আ       ই      ঈ

উ       ঊ       ঋ

এ       ঐ       ও     ঔ


বাংলা স্বরবর্ণ গুলোর সংক্ষিপ্ত রুপ রয়েছে

সেগুলো হচ্ছে :

আ = "  া  "  আ - কার। 
ই   = "  ি "   ই    - কার।
ঈ   = " ী "    ঈ   - কার।
উ   = "   ু "    উ    - কার।
ঊ   = "  ূ  "  ঊ   - কার।
ঋ   = "  ৃ  "  ঋ   - কার।
এ   = "  ে "  এ   - কার।
ঐ   = "  ৈ "  ঐ  - কার।
ও   = "  ো  " ও  -  কার।
ঔ   = "  ৌ  " ঔ -  কার।

Post a Comment

0 Comments