কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি। Biography of Kazi Nazrul islam



কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি


১৮৯৯ সালের ২৪ শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম।

কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি সাম্যবাদী কবি, প্রেমের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি হিসেবেও অধিক পরিচিত।

অন্যায়, শোষণ ও নির্যতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে কবি কাজী নজরুল ইসলাম ' বিদ্রোহী কবি ' হিসেবে খ্যাতি লাভ করেন।

কবি কাজী নজরুল ইসলামের জীবনী


বিচিত্র ও বিস্ময়কর কাজী নজরুল ইসলামের জীবনী।

ছোটবেলায় লেটোর দলে গান করেছেন।

রুটির দোকানের কারিগর হয়েছেন।

সেনাবাহিনীদের হাবিলদার হয়ে যুদ্ধে যোগদান করেছেন।

ব্রিটিশদের বারুদ্ধে রাষ্ট্রদ্রহের অপরাধে কারারুদ্ধ হয়েছেন।

পত্রিকা সম্পাদনা করেছেন।

কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের বিভিন্ন শাখায় সফল বিচরণ করেছেন।

কবিতা, উপন্যাস, নাটক, সংগীত ইত্যাদি রচনার ফলে সাহিত্যে নজরুল ইসলাম অসামান্য অবদান রেখে গিয়েছেন।

কাজী নজরুল ইসলাম শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও লিখে গিয়েছেন গল্প, কাব্য, গান ও নাটক ইত্যাদি।

কাজী নজরুল ইসলামের ছোটদের জন্য রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে :


  • ঘুম জাগানো পাখি।
  • পিলে পটকা।
  • ঝিঙেফুল।
  • ঘুমপাড়ানি মাসি।


কবি কাজী নজরুল ইসলাম রচিত গান ' চল চল চল ' বাংলাদেশের রণসংগীত

এছাড়াও কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে।

কবি কাজী নজরুল ইসলামের জীবনাবসান ঘটে ১৯৭৬ সালে ঢাকায়।

কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।

Post a Comment

0 Comments