কামিনী রায়ের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।



কামিনী রায়ের পরিচিতি  ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। 


১৮৬৪ সালে বাখরগঞ্জ ( বর্তমান বরিশাল ) জেলার বাসণ্ডা গ্রামে জন্ম গ্রহণ করেন কামিনী রায়।

একসময় কামিনী রায় ' জনৈক বঙ্গমহিলা ' নামে লেখালিখি করতেন।

কামিনী রায়ের কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে।

কামিনী রায় মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ ' আলো ও ছায়া ' রচনা করেন

কামিনী রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে:



  • আলো ও ছায়া।
  • দীপ ও ধুপ।
  • নির্মাল্য।
  • জীবনপথে।
  • অশোক সংগীত।


এছাড়া কামিনী রায় আরও রচনা করেছেন গল্প, নাটক ও জীবনীগ্রন্থ।

সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরুপ কামিনী রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ' জাগত্তরণী পদক ' লাভ করেন।

কামিনী রায়ের জীবনাবসান ঘটে ১৯৩৩ সালে কলকাতায়।

Post a Comment

0 Comments