সোনার তরী কাব্যগ্রন্থের আদ্যোপান্ত

 


সোনার তরী কাব্যগ্রন্থের আদ্যোপান্ত


' সোনার তরী ' কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম ' মানসী ',  প্রকাশিত হয় ১৮৯০ সালে।

সোনার তরী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৮৯৪ সালে।

সোনার তরী কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন তার ভ্রাতা শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরকে। 

' সোনার তরী ' কাব্যগ্রন্থে ' সোনার তরী ' নামক একটি আলাদা কবিতা আছে।

'সোনার তরী' কাব্যের নাম এবং 'সোনার তরী' কবিতাটির নাম কবি বোট। শিলাইদহে বসে লেখেন।

' সোনার তরী ' কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে মোট ৪৩ টি কবিতা।

সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা গুলোর নাম নিচে দেওয়া হলো : 


  • সোনার তরী।
  • বিম্ববতী (রূপকথা)।
  • শৈশব সন্ধ্যা।
  • রাজার ছেলে ও রাজার মেয়ে (রূপকথা)।
  • নিদ্রিতা।
  • সুপ্তোত্থিতা।
  • তোমরা এবং আমরা।
  • সোনার বাঁধন।
  • বর্ষা যাপন।
  • হিং টিং ছট্‌।
  • পরশ-পাথর।
  • বৈষ্ণব-কবিতা।
  • দুই পাখী।
  • আকাশের চাঁদ।
  • গানভঙ্গ।
  • যেতে নাহি দিব।
  • সমুদ্রের প্রতি।
  • প্রতীক্ষা।
  • মানস-সুন্দরী।
  • অনাদৃত।
  • নদীপথে।
  • দেউল।
  • বিশ্বনৃত্য।
  • দুর্ব্বো।
  • ঝুলন।
  • হৃদয়-যমুনা।
  • ব্যর্থ যৌবন।
  • ভরা ভাদরে।
  • প্রত্যাখ্যান।
  • লজ্জা।
  • পুরস্কার।
  • বসুন্ধরা।
  • মায়াবাদ।
  • খেলা।
  • বন্ধন।
  • গতি।
  • মুক্তি।
  • অক্ষমা।
  • দরিদ্রা।
  • আত্মসমর্পণ।
  • অচল স্মৃতি।
  • তুলনায় সমালোচনা।
  • নিরুদ্দেশ যাত্রা।



Post a Comment

0 Comments