'কল্পনা' কাব্যগ্রন্থের আদ্যোপান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর


'কল্পনা' কাব্যগ্রন্থের আদ্যোপান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর


'কল্পনা' কাব্যগ্রন্থটির রচিয়তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্যগ্রন্থটি প্রথম প্রাকাশিত হয় ১৯০০ সালে। 


' কল্পনা ' কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেন শ্রীশচন্দ্র মজুমদারকে


কল্পনা কাব্যগ্রন্থে একটি ব্যঙ্গধর্মী কবিতার নাম ' জুতা - আবিষ্কার '।


' কল্পনা ' কাব্যগ্রন্থের কবিতা গুলো রচিত হয়েছে ১৩০৪ থেকে ১৩০৬ বঙ্গাব্দের মধ্যে।


কল্পনা কাব্যগ্রন্থে সর্বমোট ৫২ টি কবিতা স্থান পেয়েছে।


' কল্পনা ' কাব্যগ্রন্থে যে কবিতা গুলো স্থান পেয়েছে তার নামের তালিকা :


  • দুঃসময়।
  • বর্ষামঙ্গল।
  • বিবাহমঙ্গল।
  • চৌরপঞ্চাশিকা।
  • চৈত্ররজনী।
  • মদনভস্মের পূর্বে।
  • মদনভস্মের পর।
  • মার্জনা।
  • যাচনা।
  • স্পর্ধা।
  • স্বপ্ন।
  • স্বদেশ। 
  • পিয়াসী।
  • পসারিনী।
  • পূর্ণকাম।
  • প্রকাশ।
  • প্রণয়প্রশ্ন।
  • প্রার্থী।
  • ধরা পড়া।
  • আশা।
  • বঙ্গলক্ষ্মী।
  • শরৎ।
  • মাতার আহ্বান।
  • ভিক্ষায়াং নৈব নৈব চ।
  • ভিখারি।
  • ভ্রষ্ট লগ্ন।
  • ভারতলক্ষ্মী।
  • হতভাগ্যের গান।
  • জুতা-আবিষ্কার।
  • জগদীশচন্দ্র বসু।
  • সে আমার জননী রে।
  • বিদায়।
  • বিদায়।
  • লীলা।
  • নববিরহ।
  • লজ্জিতা।
  • কাল্পনিক।
  • মানসপ্রতিমা।
  • সংকোচ।
  • সকরুণা।
  • উন্নতিলক্ষণ।
  • অনবচ্ছিন্ন আমি।
  • অসময়।
  • অশেষ।
  • বর্ষশেষ।
  • ঝড়ের দিনে।
  • বসন্ত।
  • ভগ্ন মন্দির।
  • বৈশাখ।
  • রাত্রি।
  • জন্মদিনের গান।
  • পরিণাম।


আরোও পড়ুন : সোনার তরী কাব্যগ্রন্থের আদ্যোপান্ত

Post a Comment

0 Comments