বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কি / অন্ধকার যুগ কাকে বলে? অন্ধকার যুগ সম্পর্কে পন্ডিতগণেরর মাতামত
বাংলা সহিত্যে অন্ধকার যুগ কি / অন্ধকার যুগ কাকে বলে?
অন্ধকার, আঁধার, তমসা যাই বলি না কেন সবকিছুর মানে একটাই। সেখানে কোনোকিছুই ঝাপসা নয় বরং পুরোটাই অদৃশ্য থাকে, কালো থাকে।
বাংলা সাহিত্যেও এমন একটা সময় ছিল যখন নতুন কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি।
পুরো সময়টাই কালো আঁধারের চাদরে ঢাকা ছিল।
আর এই সময়টাকেই বাংলা সাহিত্যে ' অন্ধকার যুগ ' বলে।
বাংলা সাহিত্যে দেড়শ বছর ( ১২০০ - ১৩৫০ ) সময়কে অন্ধকার যুগ বলা হয়। এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যের কোনো নতুন সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি।
অন্ধকার যুগ সম্পর্কে পন্ডিতগণেরর মাতামত :
ড. সুকুমার সেনের মতে, মুসলমান অভিযানে দেশের আক্রান্ত অংশে বিপর্যয়ের শুরু হয়েছিল।
গোপাল হালদারের মতে, তখন বাংলার জীবন ও সংস্কৃতি তুর্কি আঘাত ও সংঘাতে ধ্বংস ও অরাজকতায় মুর্ছিত ও অবসন্ন হয়েছিল। খুব সম্ভব সে সময়ে কেউ কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, এ পর্যন্ত যুদ্ধ বিগ্রহে বাংলাদেশ নিরবচ্ছিন্ন ছিল না। সেইজন্য সাহিত্য চর্চা নামেমাত্র ছিল। বস্তুত মুসলমান কাল হইতে এই সময় পর্যন্ত কোনো বাংলা সাহিত্যে আমাদের হস্তগত হয় নাই। আমরা এই ( ১২০১ - ১৩৫২ ) খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা যুগ সন্ধিক্ষণ বলতে পারি।
তবে পন্ডিতগণ মনে যে, এই তথাকথিত অন্ধকার যুগ চিহ্নিত করার কোনো যৌক্তিত কারন নেই। এবং ১২০০ খ্রিস্টাব্দ থেকেই মধ্যযুগ শুরু হয়েছে এটা মনে করা অধিক সমীচীন।
আরোও পড়ুন : ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। ছক আকারে