শওকত ওসমান/ শেখ আজিজুর রহমানের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।
১৯১৭ সালে হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্ম গ্রহণ করেন শওকত ওসমান।
শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
শওকত ওসমান/শেখ আজিজুর রহমানের কর্মজীবন
শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘদিন। তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার পুর্বে তার চাকরিজীবন ছিল বিচিত্র।
বাংলা সাহিত্যে শওকত ওসমান / শেখ আজিজুর রহমানের অবদান
বাংলা সাহিত্যে শওকত ওসমান একটি পরিচিত নাম। তিনি তার সৃষ্টিশীল কর্মে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন।
শওকত ওসমান রচিত ' ক্রীতদাসের হাসি ' উপন্যাসটি অনার্স ১ম বর্ষ বাংলা বিভাগে পাঠের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
শওকত ওসমান ছোটদের জন্য বিভিন্ন গল্পগ্রন্থ রচনা করেছেন।
শওকত ওসমানের লেখা গল্পগ্রন্থ গুলো :
- ডিগবাজি।
- ক্ষুদে সোশালিস্ট।
- পঞ্চসঙ্গী।
- কথা রচনার কথা।
- ওটন সাহেবের বাংলো।
- তারা দুইজন।
- ছোটদের নানা গল্প।
- মসকুইটো ফোন।
শওকত ওসমান / শেখ আজিজুর রহমানের প্রাপ্ত পুরষ্কারসমূহ
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য শওকত ওসমানকে বিভিন্ন পুরষ্কারে ভূষিত করা হয়েছে।
পুরষ্কার গুলো হচ্ছে :
- আদমজি সাহিত্য পুরষ্কার।
- বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার।
- একুশে পদক।
- নাসিরউদ্দীন স্বর্ণপদক।
- ফিলিপস সাহিত্য পুরষ্কার।
ইত্যাদি।
শেখ আজিজুর রহমানের জীবনাবসান ঘটে ১৯৯৮ সালে।