সৈয়দ শামসুল হকের পরিচিতি ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )।



সৈয়দ শামসুল হকের পরিচিতি  ( জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার )। 


১৯৩৫ সালে কুরিগ্রাম শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক।

সৈয়দ শামসুল হক মূলত একজন সব্যসাচী লেখক। সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি বিচরণ করেছেন।

সৈয়দ শামসুল হকের শিক্ষাজীবন


ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন।

জগন্নাথ কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন।

সৈয়দ শামসুল হকের কর্মজীবন


সৈয়দ শামসুল হক সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
পরে তিনি পুরোপুরি সাহিত্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

সৈয়দ শামসুল হক রচনা করেছেন গল্প উপন্যাস ও নাটক।

সৈয়দ শামসুল হক শিশুদের জন্য শিশুতোষ রচনাও লিখেছেন।

সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো :



  • রক্তগোলাপ।
  • পায়ের আওয়াজ পাওয়া যায়।
  • একদা এক রাজ্যে।
  • সীমান্তের সিংহাসন।
  • হডসনের বন্দুক।
  • আনন্দের মৃত্যু।
  • নুরলদিনের সারাজীবন।
  • অনু বড় হয়।
  • অগ্নি ও জলের কবিতা।


সৈয়দ শামসুল হক বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরষ্কারসহ বিভিন্ন সাহিত্য পুরষ্কার লাভ করেন।

সৈয়দ শামসুল হকের জীবনাবসান ঘটে ২০১৬ সালে ঢাকায়।

Post a Comment

0 Comments