আনিসুজ্জামানের পরিচিতি ( জন্ম, সাহিত্যকর্ম, পুরস্কার )।
১৯৩৭ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেন আনিসুজ্জামান।
আনিসুজ্জামান একজন মননশীল প্রাবন্ধিক, গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ।
আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক।
আনিসুজ্জামানের বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বেশ কিছু গবেষণা গ্রন্থ রয়েছে।
আনিসুজ্জামানের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ :
- মুসলিম বাংলার সাময়িক পত্র।
- পুরোনো বাংলা গদ্য।
- মুনীর চৌধুরী।
- মুসলিম মানস ও বাংলা সাহিত্য।
- স্বরুপের সন্ধানে।
তাছাড়াও আনিসুজ্জামান বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'বাংলা সাহিত্যের ইতিহাস' গ্রন্থের প্রধান সম্পাদক।
সাহিত্যকর্মে ও গবেষণার ফলে আনিসুজ্জামান বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
উল্লেখযোগ্য পুরষ্কার গুলো হচ্ছে:
- দাউদ পুরষ্কার।
- বাংলা একাডেমি পুরষ্কার।
- একুশে পদক।
- পদ্মভূষণ ( ভারত )।
ইত্যাদি