অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস
বাংলা অনার্সে তৃতীয় বর্ষের জন্য নির্ধারিত বিষয় সংখ্যা আটটি ( ০৮ )।
বিষয় গুলো নামের তালিকা ক্রমানুসারে নিচে দেওয়া হলো :
১. বাংলা সাহিত্যের ইতিহাস - ২। ( History of Bangla Language - 2 )
২. প্রাচীন ও মধ্যযুগের কবিতা। ( Poetry of Anciant and Medieval Age )
৩. বাংলা ছোটগল্প - ১। ( Bangla Short Story - 1)
৪. ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। ( Theory of Folklor and Bangla Folk Literature )
৫. রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ। ( Literary forms, Literary principless ( Theory Rasa ) Ornamentation, Rhythm )
৬. বাংলা প্রবন্ধ - ১। ( Bangla Prose - 1 )
৭. বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য। ( Bangla Comedy and Literature of Traveling )
৮. বাংলা উপন্যাস - ২। ( Bangla Novel - 2 )
" বাংলা উপন্যাস - ২ " এ যেসব উপন্যাস পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:
(ক) গৃহদাহ ~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
(খ) পথের পাঁচালী ~ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
(গ) পুতুলনাচের ইতিকথা ~ মানিক বন্দোপাধ্যায়।
(ঘ) সংশপ্তক ~ শহীদুল্লাহ কায়সার।
অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাস
বাংলা অনার্সে চতুর্থ বর্ষের জন্য নির্ধারিত বিষয়ের সংখ্যা দশটি
বিষয় গুলো নামের তালিকা ক্রমানুসারে নিচে দেওয়া হলো :
১. বাংলা সাহিত্যের ইতিহাস - ৩। ( History of Bangla Language - 3 )
২. বাংলা উপন্যাস - ৩। ( Bangla Novel - 3 )
" বাংলা উপন্যাস - ৩ " এ যেসব উপন্যাস পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:
(ক) তিতাস একটি নদীর নাম ~ অদ্বৈত মল্লবর্মণ।
(খ) চাঁদের অমাবস্যা ~ সৈয়দ ওয়ালীউল্লাহ্।
(গ) চিলেকোঠার সেপাই ~ আখতারুজ্জামান ইলিয়াস।
(ঘ) কাঁটাতারে প্রজাপতি ~ সেলিনা হোসেন।
৩. পশ্চাত্য সাহিত্য তত্ত্ব, ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। ( Western Literary Theories and Methods of Literary Criticism )
৪. বাংলা নাটক - ২। ( Bangla Drama - 2 )
" বাংলা নাটক - ২ " এ যেসব নাটক পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:
(ক) নবান্ন ~ বিজন ভট্টাচার্য।
(খ) চিঠি ~ মুনীর চৌধুরী।
(গ) নুরলদীনের সারাজীবন ~ সৈয়দ শামসুল হক।
(ঘ) কীত্তনখেলা ~ সেলিম আল দীন।
৫. চিরায়ত সাহিত্য অনুদিত। ( Classical Literature, Translated )
৬. বাংলা ছোটগল্প - ২। ( Bangla Short Stories - 2 )
৭. বাংলা কবিতা - ৩। ( Bangla Poetry - 3 )
" বাংলা কবিতা - ৩ " এ যেসব কাব্যগ্রন্থ পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:
(ক) সাত সাগরের মাঝি ~ ফররুখ আহমদ।
(খ) রাত্রিশেষ ~ আহসান হাবীব।
(গ) বন্দী শিবির থেকে ~ শামসুর রহমান।
(ঘ) শোকার্ত তরবারী ~ হাসান হাফিজুর রহমান।
৮. ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ব। ( Phonetics and Linguistics )
৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য। ( Literature of Bangladesh Liberation War )
১০. Viva-voce.
আরোও পড়ুন : অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়