অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়




অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়


অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস 


বাংলা অনার্সে তৃতীয় বর্ষের জন্য নির্ধারিত বিষয় সংখ্যা আটটি ( ০৮ )।


বিষয় গুলো নামের তালিকা ক্রমানুসারে নিচে দেওয়া হলো :


১. বাংলা সাহিত্যের ইতিহাস - ২। ( History of Bangla Language - 2 )


২. প্রাচীন ও মধ্যযুগের কবিতা। ( Poetry of Anciant and Medieval Age )


৩. বাংলা ছোটগল্প - ১। ( Bangla Short Story - 1) 


৪. ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। ( Theory of Folklor and Bangla Folk Literature )


৫. রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ। ( Literary forms, Literary principless ( Theory Rasa )  Ornamentation, Rhythm )


৬. বাংলা প্রবন্ধ - ১। ( Bangla Prose - 1 ) 


৭. বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য। ( Bangla Comedy and Literature of Traveling )


৮. বাংলা উপন্যাস - ২। ( Bangla Novel - 2 )


" বাংলা উপন্যাস - ২ " এ যেসব উপন্যাস পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:


(ক) গৃহদাহ ~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

(খ) পথের পাঁচালী ~ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

(গ) পুতুলনাচের ইতিকথা ~ মানিক বন্দোপাধ্যায়।

(ঘ) সংশপ্তক ~ শহীদুল্লাহ কায়সার।


অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাস 


বাংলা অনার্সে চতুর্থ বর্ষের জন্য নির্ধারিত বিষয়ের সংখ্যা দশটি


বিষয় গুলো নামের তালিকা ক্রমানুসারে নিচে দেওয়া হলো :


১. বাংলা সাহিত্যের ইতিহাস - ৩। ( History of Bangla Language - 3 ) 


২. বাংলা উপন্যাস - ৩। ( Bangla Novel - 3 )


" বাংলা উপন্যাস - ৩ " এ যেসব উপন্যাস পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:


(ক) তিতাস একটি নদীর নাম ~ অদ্বৈত মল্লবর্মণ।

(খ) চাঁদের অমাবস্যা ~ সৈয়দ ওয়ালীউল্লাহ্।

(গ) চিলেকোঠার সেপাই ~ আখতারুজ্জামান ইলিয়াস।

(ঘ) কাঁটাতারে প্রজাপতি ~ সেলিনা হোসেন। 


৩. পশ্চাত্য সাহিত্য তত্ত্ব, ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। ( Western Literary Theories and Methods of Literary Criticism )


৪. বাংলা নাটক - ২। ( Bangla Drama - 2 ) 


" বাংলা নাটক - ২ " এ যেসব নাটক পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:


(ক) নবান্ন ~ বিজন ভট্টাচার্য।

(খ) চিঠি ~ মুনীর চৌধুরী।

(গ) নুরলদীনের সারাজীবন ~ সৈয়দ শামসুল হক।

(ঘ) কীত্তনখেলা ~ সেলিম আল দীন।


৫. চিরায়ত সাহিত্য অনুদিত। ( Classical Literature, Translated )


৬. বাংলা ছোটগল্প - ২। ( Bangla Short Stories - 2 )


৭. বাংলা কবিতা - ৩। ( Bangla Poetry - 3 ) 


" বাংলা কবিতা - ৩ " এ যেসব কাব্যগ্রন্থ পড়তে হবে তার নামের তালিকা নিচে দেওয়া হলো:


(ক) সাত সাগরের মাঝি ~ ফররুখ আহমদ।

(খ) রাত্রিশেষ ~ আহসান হাবীব।

(গ) বন্দী শিবির থেকে ~ শামসুর রহমান।

(ঘ) শোকার্ত তরবারী ~ হাসান হাফিজুর রহমান।


৮. ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ব। ( Phonetics and Linguistics )


৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য। ( Literature of Bangladesh Liberation War )


১০. Viva-voce.


আরোও পড়ুন : অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়

Post a Comment

0 Comments