ভাবসম্প্রসারণ : নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?



ভাবসম্প্রসারণ : নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?


মায়ের ভাষা মাতৃভাষা। এই ভাষায় কথা বললে আত্মতৃপ্তি ঘটে, মনে প্রশান্তি পাওয়া যায়। এই ভাষায় কথা বলে যে সুখ পাওয়া যায়, অন্য ভাষায় কথা বলে সে সুখ অসম্ভব।


সবচেয়ে সহজ এবং সাবলীল ভাষা মাতৃভাষা। আমরা এই ভাষায় কথা বলে স্বাচ্ছন্দ বোধ করি। অন্য ভাষা যতই মর্যাদা সম্পন্ন হোক না কেন, মায়ের ভাষার সাথে তার কোনো তুলনা হয় না। মনের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের বাংলা ভাষারই আশ্রয় নিতে হয়। বাংলা সাহিত্যের শক্তিমান কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা শুরু করলেও পরে নিজের ভুল বুঝতে  পেরে মাতৃভাষা বাংলায় সাহিত্যচর্চা শুরু করেন এবং খ্যাতি অর্জন করেন।


মাতৃভাষার মর্যাদা আমাদেরই রক্ষা করতে হবে। তানাহলে মাতৃভাষা হারিয়ে যাবে। ভাষা ধ্বংস হলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। তাই বাঙালি জাতিকে টিকিয়ে রাখতে হলে মাতৃভাষা বাংলাকে আরও সমৃদ্ধ করতে হবে।


আরোও পড়ুন : ভাবসম্প্রসারণ : স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন। সাহিত্য মহল

Post a Comment

3 Comments