ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নেই

 



ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নেই 


কিছু কিছু মানুষ মারা যাবার পরেও অমর হয়ে যায় শুধুমাত্র তাদের কৃত কর্মের ফলে। বাস করে মানুষের হৃদয়ের ভিতর, মানুষের স্মৃতির পাতায়।


ভালো কাজ মন্দ কাজ এই দুধরনের কাজের মাধ্যমে মানুষ মানুষকে বিচার করে। তন্মধ্যে মন্দ কাজ করা মানুষ সবার কাছে ঘৃণিত। অপরপক্ষে ভালো কাজ করা মানুষকে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে এবং যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে মানুষের অন্তরে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে আছেন শুধু তাদের কৃত কর্মের দ্বারা এবং ইতিহাসে এমন অমর মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।


কীর্তিমান মানুষকে মানুষ মরে যেতে দেয় না। প্রাকৃতিক নিয়মে তাদের দৈহিক মৃত্যু ঘটলেও স্মৃতির পাতায় তারা উজ্জ্বল নক্ষত্রের মতোন জ্বল জ্বল করে।


আরও পড়ুন : ভাবসম্প্রসারণ : নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?

Post a Comment

0 Comments