ভাবসম্প্রসারণ : আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।



ভাবসম্প্রসারণ : আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।


মুখে বড় বড় কথা বলে অথচ কাজের বেলায় ফাঁকি। এমন মানুষ সমাজের জন্য ক্ষতিকর।


শুধু বড় বড় কথা বলে বড় হওয়া যায়না। বরং বড় হতে হলে প্রয়োজন নিষ্ঠা, অধ্যাবসায়, একাগ্রতা ও পরিশ্রম। এ পর্যন্ত ইতিহাসের পাতায় যেইসব নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। যাদের আমরা প্রতিনিয়ত শ্রদ্ধাভরে স্মরণ করি। তারা প্রত্যেকে সবার কাছে স্মরণীয় হয়ে আছেন তাদের কর্ম, পরিশ্রম এবং মেধা বলে। কিন্তু সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা এসবের ধারে কাছে নেই। অথচ অন্যের সামনে কথা বলার সময় মুখে বড় বড় কথার খই ফুটবে। তারা কেউ কিছু করলে সে সেসব কাজেরও সমালোচনা করে। এসব মানুষ সমাজের জন্য অদরকারী।  এদের সঙ্গ পরিত্যাগ করা উচিত।


মুখে বড় বড় কথা বলে বড় না হয়ে আমাদের প্রত্যেককে কাজে বড় হতে হবে। তবেই ত আমাদের দেশের উন্নতি ত্বরান্বিত হবে।


আরও পড়ুন : ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নেই

Post a Comment

0 Comments