মুঘল সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন - ১ : মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জহির উদ্দিন মুহাম্মদ বাবর। ( বাবর )
প্রশ্ন - ২ : মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৫২৬ সালে।
প্রশ্ন - ৩ : পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ১৫২৬ সালে।
প্রশ্ন - ৪ : পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ১৫৫৬ সালে।
প্রশ্ন - ৫ : পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৭৬১ সালে।
প্রশ্ন - ৬ : পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?
উত্তর : বাবর এবং ইব্রাহীম লোদীর মধ্যে।
প্রশ্ন - ৭ : বাবর জাতিতে কী ছিলেন?
উত্তর : তুর্কি। ( মুসলমান )
প্রশ্ন - ৮ : ' বাবর ' শব্দের অর্থ কী এবং এটি কোন দেশী শব্দ?
উত্তর : বাবর শব্দের অর্থ বাঘ এবং এটি তুর্কি ভাষা।
প্রশ্ন - ৯ : বাবরের পৈতৃক নিবাস কোথায় ছিল?
উত্তর : পরগনা। ( বর্তমান আফগানস্থানে )
প্রশ্ন - ১০ : বাবরের মৃত্যু সাল কত?
উত্তর : ১৪৩০ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বর।
প্রশ্ন - ১১ : 'তুযক-ই-বাবর' কী জাতীয় গ্রন্থ?
উত্তর : বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ।
প্রশ্ন - ১২ : মুঘল সাম্রাজ্যের স্থায়িত্বকাল কত?
উত্তর : ৩৩১ বছর। ( ১৪২৬ - ১৮৫৭ )
প্রশ্ন - ১৩ : মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ্।
প্রশ্ন - ১৪ : কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান?
উত্তর : হুমায়ুন।
প্রশ্ন - ১৫ : 'সুবা বাংলা' শব্দটি কোন আমলে ব্যাপক পরিচিতি লাভ করে?
উত্তর : মুঘল আমলে।
প্রশ্ন - ১৬ : বাবরকে সমাহিত করা হয় কোথায়?
উত্তর : কাবুলে।
প্রশ্ন - ১৭ : মুঘল সম্রাট কে কে?
উত্তর : ১. সম্রাট বাবর (১৫২৬-১৫৩০ খ্রি.)।
২. সম্রাট হুমায়ুন (১৫৩০- ১৫৪০ খ্রি.)।
৩. সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫ খ্রি.)।
৪. সম্রাট জাহাঙ্গীর (১৬০৫-১৬২৭ খ্রি.)।
৫. সম্রাট শাহজাহান (১৬২৮-১৬৫৮ খ্রি.)।
৬. সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭ খ্রি.)।
৭. সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ (১৮৩৭-১৮৫৭ খ্রি.)।