ভাবসম্প্রসারণ : স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন। সাহিত্য মহল



ভাবসম্প্রসারণ : স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন। সাহিত্য মহল


দেশপ্রেম আছে বলেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। দেশ প্রেম ছিল বলেই দেশের জন্যে ৩০ লক্ষ শহীদ তাদের জীবন দান করেছিলেন

যে ব্যাক্তি দেশের কোনো উপকারে আসতে পারে না সে ব্যর্থ। দেশের প্রতি প্রত্যেকেরই উদারতা প্রয়োজন।  দেশের কল্যাণ সাধন মানে নিজের কল্যাণ সাধন করা। যে ব্যাক্তি দেশের কথা না ভেবে শুধু নিজের কথা চিন্তা করে তার চেয়ে অধম আর নেই। ক্ষুধার্ত পুশু যেমন তার ক্ষুধা নিবারণের জন্য নিজের সন্তাকেও খেয়ে ফেলতে পারে। এরাও তেমন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের দেশকে বিক্রিও করে দিতে পারে। এরা পশুর চেয়েও অধম। স্বদেশের কল্যানের কথা চিন্তা করাই প্রকৃত মানুষের ধর্ম।

স্বদেশপ্রীতি সবারই থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে।

আরও পড়ুন 👉 ভাবসম্প্রসারণ : চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ এবং কতিপয় প্রশ্ন

Post a Comment

0 Comments