সকলের তরে সকলে আমরা -কামিনী রায়। কামিনী রায়ের কবিতা।



সকলের তরে সকলে আমরা -কামিনী রায়। কামিনী রায়ের কবিতা।


সকলের তরে সকলে আমরা
          কামিনী রায়


পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
‘সুখ-সুখ’ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয়-ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।

আরও পড়ুন 👉 ভাবসম্প্রসারণ : আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এবং কতিপয় প্রশ্ন

Post a Comment

0 Comments