ভাবসম্প্রসারণ : আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এবং কতিপয় প্রশ্ন



ভাবসম্প্রসারণ : আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এবং কতিপয় প্রশ্ন


মানুষ সামাজিক জীব। সমাজের মাঝেই মানুষের জন্ম আবার সমাজের মাঝেই মানুষের মৃত্যু হয়। তাই মানুষকে সহানুভূতিশীল মনোভাব রাখতে হয়।

যে ব্যাক্তি অন্যের কথা না ভেবে শুধু নিজের কথা ভাবে সে ব্যাক্তিকে স্বার্থপর বলা হয়। আর স্বার্থপর ব্যাক্তি সর্বত্র নিন্দিত। সে জীবনের প্রকৃত সুখ কখোনো উপলব্ধি করতে পারে না। সমাজে সুখে স্বাচ্ছন্দে বসবাস করতে হলে জীবনের প্রকৃত সুখ উপলদ্ধি করতে হলে মানুষকে হতে হয় সহানুভূতিশীল। রাখতে হয় পরোপকারী মনোভাব। অন্যের আপদে - বিপদে এগিয়ে যেতে হয়। অপরকে সহযোগীতা করতে হয়। তবেই জীবন হয়ে ওঠে সুখময়।

শুধু ভোগের মাঝেই সুখ খুঁজে পাওয়া যায় না। প্রকৃত সুখকে উপলবদ্ধি করতে হলে ত্যাগও করতে হয়।

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, নিয়ে জ্ঞানমূলক প্রশ্নঃ 

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে  কে লিখেছেন?

উ: কামিনী রায়।

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে পঙক্তি গুলো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ?

উ: সকলের তরে সকলে আমরা।

Post a Comment

0 Comments