ভাবসম্প্রসারণ : ইচ্ছা থাকলে উপায় হয় এবং কতিপয় প্রশ্ন
ভাবসম্প্রসারণ : দুনিয়াতে বসবাস করতে গেলে প্রত্যেককেই কিছু না কিছু কাজ করতে হয়। প্রত্যেক কাজেই বাধা বিপত্তি রয়েছে। তবে প্রবল ইচ্ছা শক্তি নিয়ে কোনো কাজ করলে সহজেই সেসব বাধা বিপত্তি অতিক্রম করা সম্ভব।
জীবন জটিল ও সহজ দু-প্রকারই। যার ইচ্ছা শক্তি দুর্বল সহজেই তার কাজের প্রতি অনীহা চলে আসে। কোনো কাজে সঠিক ভাবে মনোযোগ দিতে পারে না। ফলে ব্যর্থতা তাকে গ্রাস করে। এমন মানুষের জীবন ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। তবে কোনো কাজ যদি প্রবল ইচ্ছা শক্তির সাথে করা হয় সে কাজে কখোনো অনীহা আসে না। মনোযোগ দেওয়া যায় ভালোভাবে। ফলে সফল হওয়ার সম্ভবনা অধিকতর বেড়ে যায়। এমন মানুষের জীবন হয় সহজ সুন্দর ও সুখময়।
কোনো কাজ প্রবল ইচ্ছা শক্তির সহিত করা হলে সে কাজে সফলতার সম্ভবনা অনেক বেড়ে যায়। ইচ্ছা শক্তিই মানুষকে সফলতার তুঙ্গে পৌঁছে দেয়।
ইচ্ছা থাকলে উপায় হয় নিয়ে জ্ঞানমূলক প্রশ্নঃ
ইচ্ছে থাকলে উপায় হয় ইংরেজি প্রবাদ কি? ইচ্ছে থাকলে উপায় হয় ইংরেজি অনুবাদ কি?
উ: Where there is a will, there is a way.আরও পড়ুন 👉 ভাবসম্প্রসারণ : শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং কতিপয় প্রশ্ন