ভাবসম্প্রসারণ : শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং কতিপয় প্রশ্ন



ভাবসম্প্রসারণ : শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং কতিপয় প্রশ্ন


ভাবসম্প্রসারণ : জীবনে সাফল্য সাধনে শিক্ষার বিকল্প নেই। একজন নিরক্ষর ব্যাক্তি আর একজন অন্ধ ব্যাক্তির মাঝে কোনো তফাত নেই।

শিক্ষার আলো ছাড়া কোনো জাতিরই উন্নতি করা সম্ভম নয়। মাঝিবিহীন যেমন নৌকা চলে না। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাড়াতে পারে না। তেমনি শিক্ষার আলো ছাড়া জাতীয় জীবনে ত দূরের কথা ব্যাক্তি জীবনে সফল হওয়ায় অসম্ভম। যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে। যে দেশের লোক যত বেশি শিক্ষিত, সে দেশের মানুষ তত বেশি উন্নত। একজন শিক্ষিত মানুষ ব্যাক্তিজীবন সহ জাতীয় ও রাষ্ট্রীয় জীবনের সব রকম উন্নতি সাধন করে।

জাতির মেরুদণ্ড'কে শক্ত ও মজবুত করতে জাতি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।


'শিক্ষাই জাতির মেরুদণ্ড' উক্তিটি নিয়ে কিছু জ্ঞানমূলক প্রশ্নঃ



শিক্ষাই জাতির মেরুদন্ড ইংরেজি কি/শিক্ষাই জাতির মেরুদণ্ড এর ইংরেজি ট্রান্সলেশন কি?


উ: Education of the backbone of the nation.

শিক্ষাই জাতির মেরুদণ্ড উক্তিটি কে করেছেন / শিক্ষাই জাতির মেরুদণ্ড কে বলেছেন?

উ: ভলটেয়ার।

Post a Comment

0 Comments