ভাবসম্প্রসারণ : পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এবং কতিপয় প্রশ্ন
ভাবসম্প্রসারণ : সৌভাগ্য বা মন্দ ভাগ্য কোনো ভাগ্য নিয়েই পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না। মানুষ তার কর্ম, পরিশ্রম ও অনুশীলন দ্বারা নিজের ভাগ্য তৈরি করে।
যিনি জন্ম দান করেন তাকে প্রসূতি বলে। যেমন মা হচ্ছে সন্তানের প্রসূতি। তেমনি নিরলস পরিশ্রম, অধ্যাবসায়, কর্ম ও অনুশীলন হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। কোনো কাজই সহজ নয়। আবার কঠোর প্ররিশ্রম এবং লেগে থাকার ফলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। একজন দক্ষ ডাক্তার হতে চাইলে শুধু ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে বসে থাকলে আজীবনেও আর দক্ষ ডাক্তার হওয়া যাবে না। একজন দক্ষ ডাক্তার হতে চাইলে আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী। নিয়মিত অনুশীলন করতে হবে। চর্চা করতে হবে। তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি একজন দক্ষ ডাক্তারে পরিণত হবেন।
মানুষের কর্ম তার ভাগ্য তৈরির সহায়ক। জবীনে সফল হতে পরিশ্রমের বিকল্প নেই।