একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ১৯৭৬ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত



একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ১৯৭৬ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত


১৯৭৬ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৭৬ সালে মোট ৯ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • কাজী নজরুল ইসলাম - সাহিত্য।
  • আবদুল কাদির - সাহিত্য। 
  • সুফিয়া কামাল - সাহিত্য।
  • জসীমউদ্দীন - সাহিত্য।
  • মুহম্মদ কুদরাত-এ-খুদা - শিক্ষা।
  • মুহম্মদ মনসুর উদ্দিন - শিক্ষা।
  • তফাজ্জল হোসেন মানিক মিয়া -  সাংবাদিকতা। 
  • আবদুস সালাম - সাংবাদিকতা। 
  • আবুল কালাম শামসুদ্দীন -  সাংবাদিকতা। 


১৯৭৭ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৭৭ সালে মোট ১৩ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • মোহাম্মদ নাসিরউদ্দিন - সাহিত্য।
  • মাহমুদা খাতুন সিদ্দিকা - সাহিত্য।
  • শামসুর রাহমান - সাহিত্য।
  • ফররুখ আহমদ - সাহিত্য।
  • এ কে এম আইয়ুব আলী - শিক্ষা।
  • ইবরাহীম খাঁ - শিক্ষা।
  • ফেরদৌসী রহমান - সংগীত।
  • আবদুল আলীম - সংগীত।
  • আলতাফ মাহমুদ - সংগীত।
  • গুল মোহাম্মদ খান - সংগীত।
  • জহির রায়হান - নাট্যকলা।
  • খন্দকার আবদুল হামিদ - সাংবাদিকতা।
  • রশিদ চৌধুরী - চারুকলা। 


১৯৭৮ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৭৮ সালে মোট ৯ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।



  • সুফী জুলফিকার হায়দার - সাহিত্য।
  • আহসান হাবীব - সাহিত্য। 
  • নুরুল মোমেন - সাহিত্য।
  • খান মোহাম্মদ মঈনউদ্দীন - সাহিত্য।
  • মাহবুব উল আলম চৌধুরী - সাহিত্য।
  • সৈয়দ মোয়াজ্জেম হোসেন - শিক্ষা।
  • আভা আলম - সংগীত।
  • শহীদ সিরাজুদ্দীন হোসেন - সাংবাদিকতা।
  • সফিউদ্দিন আহমদ - শিল্পকলা।


১৯৭৯ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৭৯ সালে মোট ৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • বে-নজীর আহমদ - সাহিত্য।
  • আজিজুর রহমান - সাহিত্য।
  • আবদুল ওয়াহাব - সাংবাদিকতা।
  • মোহাম্মদ মোদাব্বের - সাংবাদিকতা।
  • শেখ লুৎফর রহমান - সংগীত।
  • আব্দুল লতিফ - সংগীত।
  • মুহম্মদ এনামুল হক - শিক্ষা।


১৯৮০ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৮০ সালে মোট ৮ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।



  • আবুল হোসেন - সাহিত্য।
  • রণেন কুশারী - নাট্যকলা।
  • মুর্তজা বশীর - চিত্রকলা।
  • হামিদুর রহমান - চিত্রকলা।
  • মোহাম্মদ ফেরদাউস খান - শিক্ষা।
  • মুজীবুর রহমান খাঁ - সংবাদিকতা।
  • মোহাম্মদ আবদুল জব্বার - সংগীত।
  • বেদারউদ্দিন আহমদ - সংগীত।


১৯৮১ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৮১ সালে মোট ৯ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আবু রুশদ মতিন উদ্দিন - সাহিত্য।
  • মমতাজ আলী খান - সংগীত।
  • আবদুল হালিম চৌধুরী - সংগীত।
  • ওবায়েদ উল হক - সাংবাদিকতা।
  • জহুর হোসেন চৌধুরী - সাংবাদিকতা।
  • গওহর জামিল - নৃত্যকলা।
  • আমিনুল ইসলাম - চারুকলা।
  • মোহাম্মদ জাকারিয়া - নাট্যকলা।
  • মুস্তাফা নূরউল ইসলাম - শিক্ষা।


১৯৮২ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৮২ সালে মোট ৮ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • তালিম হোসেন - সাহিত্য।
  • আবুল হাসান - সাহিত্য।
  • সানাউল্লাহ নূরী - সাংবাদিকতা।
  • জি এ মান্নান - নৃত্যকলা।
  • এস এম সুলতান - চারুকলা।
  • ওস্তাদ ফুল মোহাম্মদ - সংগীত।
  • সৈয়দ আলী আহসান - সাহিত্য।
  • আবদুল হাকিম খান বাহাদুর - শিক্ষা।


১৯৮৩ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :


১৯৮৩ সালে মোট ৯ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • এম এ কুদ্দুস - শিক্ষা।
  • আবদুল গাফফার চৌধুরী - সাহিত্য।
  • সানাউল হক - সাহিত্য।
  • শওকত ওসমান - সাহিত্য। 
  • সৈয়দ নূরুদ্দীন - সাংবাদিকতা।
  • শহীদুল্লা কায়সার - সাংবাদিকতা।
  • আবু জাফর শামসুদ্দীন - সাংবাদিকতা।
  • মোহাম্মদ কিবরিয়া - চারুকলা।
  • বারীণ মজুমদার - সংগীত।


১৯৮৪ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৮৪ সালে মোট ১০ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়


  • সৈয়দ শামসুল হক - সাহিত্য।
  • সৈয়দ ওয়ালীউল্লাহ - সাহিত্য।
  • হাসান হাফিজুর রহমান - সাহিত্য।
  • রশীদ করীম - সাহিত্য।
  • সিকান্দার আবু জাফর - সাংবাদিকতা।
  • এ টি এম আবদুল কাইয়ুম চৌধুরী - চারুকলা।
  • আনিসুজ্জামান - শিক্ষা।
  • হাবিবুর রহমান - শিক্ষা।
  • সাবিনা ইয়াসমিন - সংগীত।
  • মীর কাশেম খান - সংগীত।


১৯৮৫ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৮৫ সালে মোট ৮ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • গাজী শামছুর রহমান - সাহিত্য।
  • আবু জাফর ওবায়দুল্লাহ - সাহিত্য।
  • মোহাম্মদ আবদুল জব্বার - শিক্ষা।
  • গোবিন্দ চন্দ্র দেব - শিক্ষা।
  • আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন - শিক্ষা।
  • কলিম শরাফী - সংগীত।
  • আবেদ হোসেন খান - সংগীত।
  • সৈয়দ জাহাঙ্গীর - চারুকলা

পরবর্তী ১৯৮৬ - ১৯৯৫

Post a Comment

0 Comments