বিষবৃক্ষ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিষবৃক্ষ উপন্যাস রিভিউ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রিভিউ



বিষবৃক্ষ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।  বিষবৃক্ষ উপন্যাস রিভিউ।  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রিভিউ


বিষবৃক্ষ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 


গোবিন্দপুরের বিত্তবান লোক নগেন্দ্র দত্ত। প্রয়োজনীয় কাজে নৌকায় যাত্রাপথে তুফান আর ঝড় বৃষ্টির লক্ষণ দেখে এক বৃদ্ধের বাসায় আশ্রয় নেয় নগেন্দ্র।  বৃদ্ধা ছিলেন শয্যাশায়ী, পাশেই মা হারা মেয়ে কুন্দনন্দিনী। সে রাতে তার বাবাও মারা গেলেন। মৃতের সব কাজ সম্পাদন করা হলো। কুন্দকে উপযুক্ত কারো হাতে রেখে আসতে না পেরে নগেন্দ্র কলকাতায় তার ভগিনীর বাসায় রেখে আসেন।

পরে নগেন্দ্রের স্ত্রী সূর্যমুখীর কথায় কুন্দকে তাদের বাড়িতে নিয়ে যায়।

সূর্যমুখী তার দূর সম্পর্কের ভাই তারাচরণের সাথে কুন্দের বিবাহ সম্পাদন করেন।

বিবাহের কিছুকাল পরেই কুন্দ বিধবা হয়। পরে আবার ফিরে আসে নগেন্দ্রের বাসায়।

নগেন্দ্র কুন্দের রূপলাবণ্যে আকর্ষিত হয়ে তাকে বিয়ে করতে চান। কুন্দও নগেন্দ্রকে পছন্দ করেন।

এদিকে দেবেন্দ্র নামক এক জমিদার কুন্দের মোহে পরে হরিদাসী নামে ছদ্মবেশ ধরে নগেন্দ্রের বাড়ি গিয়ে কুন্দের সাথে দেখা করে।

সূর্যমুখী তার দাসী হীরাকে দিয়ে ছদ্দবেশীর পরিচয় পান এবং কুন্দকে এ নিয়ে তুচ্ছ - তাচ্ছিল্য করে।

কুন্দ অভিমানে গৃহত্যাগ করেন। নগেন্দ্র কুন্দের জন্য প্রায় উন্মাদ হয়ে যায়।

পরে দীর্ঘদিন পর কুন্দ ফিরে আসলে সূর্যমুখী নিজে কুন্দ আর নগেন্দ্রের বিবাহ দেন।

বিয়ে দিয়ে সূর্যমুখী নিজে চিরতরে গৃহত্যাগ করেন। নগেন্দ্র সূর্যমুখীর এই ত্যাগ মেনে নিতে পারে নি। সব সময় তার সাথে কাটানো মুহূর্ত গুলো মনে করে দুঃখ করত। লোক দিয়ে অনেক খোজাখুজির পর নগেন্দ্র নিজে সূর্যমুখীকে খুজতে বেড়োয়, সে সূর্যমুখীর খবর পায় যে সে ঘরে আগুনে পুড়ে মারা গেছেন । শেষে নগেন্দ্র গৃহে ফিরে আসে। সে শোকাতর হয়ে পরে, উন্মাদ হয়ে যায়।

শেষে সূর্যমুখীর ঘরে রাত্রি যাপন কালে সূর্যমুখী ফিরে আসে। এবং বলে সে মরেনি অন্য কেউ মরেছে।

গৃহে ফিরে নগেন্দ্র কুন্দের সাথে দেখা করেনি। পরদিন সূর্যমুখী কুন্দের ঘরে গেলে দেখে যে সে বিষ পান করেছে, শেষে স্বামীর পায়ে মাথে রেখে তার মৃত্যু হয়। ( বলা বাহুল্য কুন্দের বিষ পানের ব্যাপারে হীরার হাত আছে।)


এক কথায় অসাধারন একটি উপন্যাস। তৃষাতুর পাঠকের তৃষ্ণা  নিবারণ হবে এই উপন্যাস পাঠে।

বিষবৃক্ষ উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: নগেন্দ্র, কুন্দ, সূর্যমুখী, হীরা ইত্যাদি।

আরও পড়ুন: লায়লী - মজনু। লায়লী মজনুর প্রেমের ইতিহাস। লাইলী মজনুর প্রেম কাহিনী বাংলা।

Post a Comment

0 Comments