কী হচ্ছে আর কী হবে এই কথায় যখন মুখরিত চারিদিক। করোনা ভাইরাস



কী হচ্ছে আর কী হবে এই কথায়  যখন মুখরিত চারিদিক। করোনা ভাইরাস


কী হচ্ছে আর কী হবে এই কথায়  যখন মুখরিত চারিদিক। তখন ভাবনার অতল সমুদ্রে ডুব দিয়ে আমি নীরবতা পালন করছি।

নীরবে মানুষের অমলিন হাসিটুকু ক্রমশই মলিন হতে যাওয়া দেখছি।

শীত কালে গাছের শাখা থেকে একটি একটি করে পাতা যেভাবে খসে পড়ে তার চেয়েও বেশি হারে এখন মানুষ মরছে।

১,২,৩ গুনে শেষ না করতেই আক্রান্তের সংখ্যা দাড়াচ্ছে ১০।

বাবা-মা এর অবাদ্য ছেলে/মেয়েটাও আজ ঘরবন্দি। মানবেতর জীবন যাপন করছে অনেকে।

সময় যেন ফুরচ্ছেই না....!

ডাক্তার, নার্স, সামাজিক কর্মী, রাজনৈতিক দল, প্রসাশন, বিভিন্ন  সংস্থা, স্বেচ্ছা সেবী সবাই আজ একযোগে মহামারী করোনার বিরুদ্ধে দিন রাত এক করে অবিরত যুদ্ধ করছে, কিন্তু এখনও কোনো আশার আলো দেখতে পাইনি কেউই।

মেঘের আড়ালে সূর্য হারিয়ে গেলে যেমন চারপেশে অন্ধকার নেমে আসে, তেমন অন্ধকারাচ্ছন্ন হয়েছে আজ মানুষের মন। যেন মেঘ ফেঁটে সূর্যকিরণ উঁকি দিতে অনিচ্ছুক।

পত্র বিহীন বৃক্ষ যেমন অসুন্দর, মানব বিহীন পৃথিবী চিন্তা করা তার চেয়েও নগণ্য।

আল্লাহ মানুষের এই দুর্দিনে একমাত্র তুমিই ভরসা। হে মহান আল্লাহ তুমি সহায় হও সবার পাশে।

এই মুহূর্তে ওয়ার্ল্ড মিটারের তথ্যানুসারে পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা: ১,২১৮,১১৪ এবং মৃত্যুর সংখ্যা: ৬৫,৮৪১।  😥😥😥

~ ওসমান আলী।

আরও পড়ুন: করোনার ভয় - ওসমান আলী। করোনার ভয় কবিতা। ওসমান আলীর কবিতা

Post a Comment

0 Comments