করোনার ভয় - ওসমান আলী। করোনার ভয় কবিতা। ওসমান আলীর কবিতা



করোনার ভয় - ওসমান আলী। করোনার ভয় কবিতা। ওসমান আলীর কবিতা


 করোনার ভয়
 ওসমান আলী


করোনার ভয়ে আজ
ঘরে সারা বিশ্ব,
কবে থেকে নাই দেখা
গুরু আর শিষ্য।

সময় কাঁটে না আর
ঘরে বসে বসে,
প্রহর গুনি শুধু
অজানা আশ্বাসে।

ব্যস্ত শহর সব
আজ বড়ো শূণ্য,
বিষাদের শ্বাস ছাড়ে
বিশাল অরণ্য।

গজবের মাঝেও গুজব
ছড়ায় কিছু মানুষ,
মানুষ বলাও পাপ
তারা অমানুষ।

করোনার হাত থেকে
কবে পাবো ছাড়?
আল্লাহ রহম করো
মোরা গুনাগার।

আরও পড়ুনস্মৃতিচারণ - ওসমান আলী। স্মৃতিচারণ কবিতা। ওসমান আলীর কবিতা

Post a Comment

0 Comments