স্মৃতিচারণ - ওসমান আলী। স্মৃতিচারণ কবিতা। ওসমান আলীর কবিতা
স্মৃতিচারণ
ওসমান আলী
ভালো আছো, সেদিন দেখেছি।
চোখের নিচে কালি জমেনি, মুখে
নেই মলিনতার ছাপ।
হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পিচ ঢালা
পথ ধরে হেটে চলেছো গন্তব্যের
পথে, সাথে সুদর্শন পুরুষ। সেও
হাটছে তোমার সাথে হাতে হাত ধরে।
চিমটি কাটছো, আলতো করে
মার দিচ্ছো, খুনসুটি করছো,
আবার ঝালমুড়ি খেতে গিয়ে
মরিচে কামড় লেগে চিৎকার করছো।
সে দৌড়ে গিয়ে পানি আনছে, তুমি এক
নিঃশ্বাসে তা সাবার করে ফেলছো।
দুপুরের রোদে গাছের ছায়ায় দু
দন্ড জিরিয়ে নিচ্ছো।
বিকেলবেলা নদীর কিনারে বসে
কাধেঁ মাথে রেখে তুমি তোমার
কোকিলা কন্ঠে তাকে কবিতা
আবৃত্তি করে শোনাচ্ছো।
আর আমি, আমি দূর থেকে
দু-ফোটা অশ্রু ফেলে তোমাদের
নিবিড় পর্যবেক্ষণ করছি ।