লেখক কিঙ্কর আহসানের ১৫+ টি ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা



লেখক কিঙ্কর আহসানের ১৫+ টি ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা


তারার আলোর লোভে, যদিও খাচ্ছি ধোকা!
আমার দিকে তাকাও-
আমি তোমার হাতের মুঠোয় আটকে পড়া শান্ত জোনাক পোকা।

~ কিঙ্কর আহসান।

পৃথিবী সমান দুঃখ বুকের ভেতর
পুষে হেসে যাওয়া প্রাণীটার নাম
মানুষ।

~ কিঙ্কর আহসান।

ভেবেছো অপেক্ষায় থাকবো জনমভর?
মানুষ ঠিকই ভুলে যায়, যেভাবে
নদী শুকিয়ে জাগে চর।

~ কিঙ্কর আহসান।

ভালোই ছিলাম, কেন এলে?
কেনো মেশালে,
শান্ত জীবনে খাদ!
চলে গেলে?
যাও।
শিখিয়ে দাও,
কীভাবে ভুলে যেতে হয় হারানোর বিষাদ।

~ কিঙ্কর আহসান।

কী হয় অতটা ঘৃণা পুষে?
একদিন পুড়বে তুমিও, যেভাবে আগুন জ্বলে তুষে।

~ কিঙ্কর আহসান।


মানুষ মানুষ খেলা ভালো লাগেনা আর।
আমি বরং চাই পাখির জীবন। মানুষ থেকে পালিয়ে একটু সহজভাবে বাঁচা যাবে হয়তো তখন।

~ কিঙ্কর আহসান।

এখনো আগলে রেখেছি তোমার ছোঁয়া, লেগেছে যা দোপাটি ফুলে,
এইসব ভালোবাসা আহত চোখের দিকে তাকিয়ে আমার, যেতে পারবে ভুলে?

~ কিঙ্কর আহসান।

তোমার দেওয়া ক্ষতগুলো ক্যামনে বলো লুকাই?
ঝুম দুপুরে রদনুপুরে চোখের জল শুকাই।

~ কিঙ্কর আহসান।

কী এক বেদনা, টের পাই চুপি, চুপি!
বুঝিনা নিজেই নিজের মন, এ এক বহুরূপী!

~ কিঙ্কর আহসান।

কিছুটা দূরত্ব থাকা ভালো। এতে অনেক বেশি কাছাকাছি হওয়া যায়।

~ কিঙ্কর আহসান।

অচল তোমাকে ছাড়া?
শোনো, আছি আমি বেশ।
তোমাকে ছাড়াই দিব্যি চলছে দেশ।

~ কিঙ্কর আহসান।

পোষা পাখি, বাড়ি তোমার চেনে?এই আশায় আকাশে ছেড়েছিলাম,
করেছো বারবার ঠিকানা বদল? আসেনি এখনো সোনালি খাম।

~ কিঙ্কর আহসান।

নিরুত্তাপ, উদাসীন তুমি অথচ আমার মনে ভাঙচুর, 
তোমায় দেখে জেনেছি আমি, পৃথিবীতে মানুষই বেশি নিষ্ঠুর।

~ কিঙ্কর আহসান।

তুমি স্বীকার করবেনা কোনোদিন,
আমার কাছে তোমার এক পৃথিবী ঋণ।

 ~ কিঙ্কর আহসান।

মাঝরাতে আমার মৃত্যু সংবাদ তোমার কাছে পৌঁছানো হোক,
সেদিন একটু কেঁদো, করলে না হয় লোকদেখানো শোক।

~ কিঙ্কর আহসান।

ভালোবাসা ভালো, ভালোবেসে অন্ধ হওয়াটা ভালো না।

~ কিঙ্কর আহসান।

কেনো বোঝাতে পারি না মনের কথা?  কী হয়? ভয়?
চুপটি কান্না, ক্ষয় অথবা অপচয়।
রুপকথার রাতে তারাদের কাছে শোনো,
কথা কিছু চোখের দিকে তাকিয়েই বুঝে নিতে হয়।

~ কিঙ্কর আহসান।

আরও পড়ুন: স্মৃতিচারণ - ওসমান আলী। স্মৃতিচারণ কবিতা। ওসমান আলীর কবিতা

Post a Comment

0 Comments