লেখক সাদাত হোসাইনের ১০+ টি ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা


লেখক সাদাত হোসাইনের ১০+ টি ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা


জানি দুজনার পথ ভিন্ন,
তবু ফেলে যাই পদ চিহ্ন,
যদি পদরেখা কভু পদরেখা হয়ে
ঠিকানা করে অভিন্ন!

~ সাদাত হোসাইন।

আমি যত দূরে যাই, ততটা পেছাই, তোমারই কাছে, তুমি কতটা জানো, যা হয়নি জানানো, বুকে জমে আছে!

~ সাদাত হোসাইন।

রাতের আকাশ জানে,  একাকী সে তারা,
আঁধারেই খসে পড়ে, খসুক,
নির্ঘুম রাত জানে, চোখের পাতায় জমে,
তোমাকে দেখার অসুখ!

~ সাদাত হোসাইন।

শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে।

~ সাদাত হোসাইন।

কেউ নেই, তবু মাঝরাত্তিরে একা ল্যামপোস্ট জাগে-
' যদি কেউ আসে '
সে জেগে আছে, এই বিশ্বাসে!

~ সাদাত হোসাইন।

কাছে গেলে মনে হয়, এত কাছে যেতে নেই, কিছুটা দূরত্বই ভালো,
অথচ, কাছে যাবো যাবো করেই রাত্রি পোহালো!

~ সাদাত হোসাইন।

সেই মিছিলে, তুমিও কি ছিলে, নাকি ছিল একা কেউ? জেনে রেখ আজ, একা এ আওয়াজ, হবে শত সহস্র ঢেউ!

~ সাদাত হোসাইন।

আমাকে হারাতে দিলে
নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে
তোমার শহর!

~ সাদাত হোসাইন।

যে হয়েছিল ভোর,
অথৈ আদর,
নামহীন নদী
একা লাগে যদি,
মনে রেক তাকে!

~ সাদাত হোসাইন।

যেতে যেতেও ফিরে আসবার বাহানা কুড়াই,
স্মৃতি-গন্ধা, অচেনা সন্ধা, তোমাতে উড়াই!

~ সাদাত হোসাইন।

এ হাওয়ায় কান পেতে শোন,
তোকে মনে পড়ছে ভীষণ!

~ সাদাত হোসাইন।

আরও পড়ুন: আমার কোনো বন্ধু নেই - সাদাত হোসাইন। সাদাত হোসাইনের কবিতা

আরও পড়ুন: সাদাত হোসাইন সম্পর্কে। About Sadat Hossain

Post a Comment

0 Comments