অতি সামান্য বালু কণা - ওসমান আলী। কবিতা। ব্যর্থ প্রেমের কবিতা ২০২০
অতি সামান্য বালু কণা
~ ওসমান আলী।
অগুনিত মানুষের ভিড়ে
আমি এক অতি সামান্য বালু কণা।
তুমি কেনই বা খুঁজবে আমায়,
এমন অজস্র বালু কণা ছড়িয়ে ছিটিয়ে আছে তোমার চারপাশে।
আমার চেহারায় রংধনুর কোনো রঙ নেই যে লোকে চেয়ে থেকে দেখবে দূর হতে,
বরং গা ঘেষে গেলেও কেউ ভ্রুক্ষেপ করে না।
তুমি ত ভারী সুন্দরী মেয়ে, তোমার কী দায় পড়েছে!
তবে বিশ্বাস করো, যে যাই বলেছে আমি তাই করেছি, শুধু আমার প্রতি তোমার মনোযোগ আকর্ষনের জন্য।
শত চেষ্টার পরেও আমি ব্যর্থ,
পারি নি তোমার প্রিয়তম হতে।
দোষ আমারই, চেহারার আবরণে মনের অনুভূতিগুলো তোমাকে দেখাতে পারিনি।