ঋতুরাজ বসন্ত - ওসমান আলী। কবিতা। বসন্ত কালের কবিতা ২০২০।
ঋতুরাজ বসন্ত
ওসমান আলী।
ঋতুরাজ বসন্ত
অথচ সে আসে সবার শেষে।
আসে নতুন আবেষে,
প্রকৃতি ধারণ করে নব রুপ।
গাছের শাখায় শাখায় দেখা মেলে
নব পত্র পল্লব।
পুষ্প কাননে ফুটে বহুরঙা ফুল,
কৃষ্ণচূড়া, নয়নতারা, চাঁপা, বেলী আরো কত ফুল সাথে শিমুল।
সুমিষ্ট সুরে গাছের ডালে শুনা
যায় কোকিলের ডাক।
আশা বাঁধে ভাঙ্গা মন।
আউলা বাতাসে শরীরে জাগে
শিহরণ।
বসন্ত আসলেই নয়ন ভরে যায়
বাংলার এই চিরসবুজে।
তখন মনে হয়, এ যেন পৃথিবীর
মাঝে এক অনন্য বিস্ময়।
গাছের শাখায় শাখায় দেখা মেলে
নব পত্র পল্লব।
পুষ্প কাননে ফুটে বহুরঙা ফুল,
কৃষ্ণচূড়া, নয়নতারা, চাঁপা, বেলী আরো কত ফুল সাথে শিমুল।
সুমিষ্ট সুরে গাছের ডালে শুনা
যায় কোকিলের ডাক।
আশা বাঁধে ভাঙ্গা মন।
আউলা বাতাসে শরীরে জাগে
শিহরণ।
বসন্ত আসলেই নয়ন ভরে যায়
বাংলার এই চিরসবুজে।
তখন মনে হয়, এ যেন পৃথিবীর
মাঝে এক অনন্য বিস্ময়।