অর্ধবৃত্ত উপন্যাস রিভিউ। বই রিভিউ। সাদাত হোসাইনের উপন্যাস রিভিউ।




অর্ধবৃত্ত উপন্যাস রিভিউ। বই রিভিউ। সাদাত হোসাইনের উপন্যাস রিভিউ।


বই : অর্ধবৃত্ত
লেখক : সাদাত হোসাইন
প্রচ্ছদ : চারু পিন্টু
প্রকাশনী : অন্যধারা

বইটা নিয়ে কি বলবো? অনেক কিছু হয়তো বলতে চাই।  কিন্তু পারি না। কারণ আমি একজন সাদাত হোসাইন না, আমি এই বইয়ের রাফি না। আমি হয়তো জাফর বা শফিক যারা নিজের অনুভূতি গুছিয়ে বলতে পারে না।

বইটা মূলত বিভিন্ন সম্পর্কের সংযোগ,  সংকট ও সমীকরণের গল্প৷ দেয়াল ও দ্বিধার।  বিভেদ ও বন্ধনের গল্প৷ যাব আদ্যোপান্ত জুড়ে রয়েছে জীবন।  এই জীবন কখনো পূর্ণবৃত্ত আবার কখনো অর্ধবৃত্ত।

এই বইয়ের  কাহিনী গড়ে উঠেছে মূলত একটা শহুরে যৌথপরিবার নিয়ে। যেখানে থাকে নানান মানুষ,  নানান তাদের মতামত। সম্পর্ক নিয়েও তাদের বিশ্লেষণ গুলোও নিজেদের মতো করে বলেছে। সবাই তাদের নিজেদের যুক্তিতে ধোয়া তুলসীপাতা।  কিন্তু অন্যদের যুক্তিতে?

এই বইয়ে অনেক গুলো সম্পর্কের কথা বলা হয়েছে।  মানুষ না চাইতেও সেসব সম্পর্কে জড়িয়ে পড়ে।  তার কারণ কি নিজের স্বার্থ?

এই বইয়ে রয়েছে রাফি-মুনিয়ার সম্পর্ক,  রয়েছে আফজাল আহমেদ-মছিদা বেগমের সম্পর্ক, 
রয়েছে সুমি-দিপুর সম্পর্ক,
রয়েছে আশফাক-আফসানার সম্পর্ক,
রয়েছে নাদিয়া-শফিকের সম্পর্ক।
আরো অনেক সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা আদৌও কি সেগুলোকে সম্পর্ক বলি?

আপনি যদি জীবনকে বুঝতে চান,  সম্পর্ককে বুঝতে চান তা এই বইটাতে দেওয়া আছে। আপনি আবার এগুলো খুঁজে নাও পেতে পারেন। তখন আক্ষেপ করবেন।  কারণ জীবনের অপর নাম আক্ষেপ। 

 
রিভিউটি লিখেছেন : তানজিম ইকবাল ইমন।

রিভিউটি লেখকের ফেসবুক ওয়াল হতে সংগৃহীত

রিভিউ সূত্র:
https://m.facebook.com/story.php?story_fbid=860799494340298&id=100012307665585

Post a Comment

0 Comments