ওসমান আলী'র ২০+ ফেসবুক স্টেটাস। ক্ষুদ্র কবিতা
বলো আবার কবে তোমার পাবো আমি দেখা,
তুমি হীন নিশিদিন লাগে বড়ো একা।
~ ওসমান আলী।
হিতাহিত জ্ঞান শূন্য একটা মানুষের সাথে তর্ক করা,
আর কলাগাছের সাথে যুদ্ধ করার মাঝে কোনো পার্থক্য নেই।
~ ওসমান আলী।
যদি বলো, 'কেমন আছো তুমি?' বছর দশেক পরেও,
আমি বলবো, 'ভালো আছি আমি, অনেক ভালো ' মিছেমিছি হলেও।
~ ওসমান আলী।
এক আকাশ ভালোবাসা তোমার জন্য আমার মনে,
এক সমুদ্র আবেগ আমার ভাবায় শুধু প্রতিক্ষণে।
~ ওসমান আলী।
তবে কেন এই যন্ত্রণা, যার হয় না কোনো বর্ণনা,
নীরবে নিভৃতে শুধু সয়ে যাই...!
~ ওসমান আলী।
মৃত্যুর ভয় থর থর করে কাঁপে হৃদয়,
শিহরণে খারা হয় শরীরের লোম।
~ ওসমান আলী।
আমি সবে স্বপ্ন বুনা শিখছি যখন,
আর তখনই তুমি সম্পর্কের ইতি টেনে চলে গেলে।
~ ওসমান আলী।
তোমার শহর ব্যস্ত ভীষণ, আমার শহর শান্ত,
তোমার মনে বইলে ঝড়, হয় আমার মন অশান্ত।
~ ওসমান আলী।
সকাল বেয়ে সন্ধা গড়ায়, সবাই মিলছে এই না ধরায়।
তুমি আছ কথায়?
তোমার অপেক্ষাতে কত যুগ পেরিয়ে যায়।
~ ওসমান আলী।
অরে অবুঝ মন, কেন প্রতিক্ষণ, ভাবে তোমারি কথা,
শুধু অকারণ, মানে না বারণ, বাড়ে শুধু ব্যাকুলতা।
~ ওসমান আলী।
বহুরূপী রং, যত আছে ঢং, নীরবেতে দেখি,
মনে যত আশা, প্রেম ভালো বাসা, আনমনে আঁকি।
~ ওসমান আলী।
' মা ' সেতো সৃষ্টি কর্তার এক বিস্ময়কর সৃষ্টি,
যত দেখি তবুও যেন, জুড়ায় না এই দৃষ্টি।
~ ওসমান আলী।
ভালোবাসি বলতে গিয়েও বলা হয়নি, ফিরে এসেছি বার বার,
ভালোবাসি বলবো তোমায়, সাহস যুগিয়েছি আবার।
~ ওসামন আলী।
এই যে চারিদিকে কত কোলাহল, কত হুট হাট ভিড় ভাট্টা,
তবুও হৃদয়ের একটা বিশালতা জুড়ে তোমার শূন্যতা অনুভব করি।
~ ওসমান আলী।
পৃথিবী গোলাকার, যদি একথা মানো তুমিও,
আবারও হবে দেখা তোমার সাথে আমার,
সে কথা জানি আমিও।
~ ওসমান আলী।
শব্দের মাধুর্য দিয়ে তোমার সৌন্দর্যের কথা লিখতে চেয়েছিলাম।
অতঃপর, তোমার সৌন্দর্যের আগে শব্দরা স্ব - মহিমায় দাড়াতে পারলো না।
~ ওসমান আলী।
চাইলেই যদি ভালো থাকা যেত তবে পৃথিবীতে 'বিষাদ' নামের কোনো শব্দ থাকতো না....!
~ ওসমান আলী।
দীর্ঘ শ্বাস, নীরব আশা
ক্লান্ত মন, বিরহে ঠাসা।
~ ওসমান আলী।
বাহ্যিক সৌন্দর্যতা কোনো সৌন্দর্যতা নয়,
আসল সৌন্দর্যতা সেতো মনের গভীরে রয়।
~ ওসমান আলী।
হঠাতই আমার সামনে এসে দাড়িয়ে কোনো এক অচেনা অনন্য অপরুপা, অপার মুগ্ধতা নিয়ে এই নগণ্যর দিকে তাকিয়ে, অসীম সাহস দেখিয়ে বলবে ভালোবাসি প্রিয়, আর আমি অবাক হয়ে তাকিয়ে রইবো!
~ ওসমান আলী।
- তোমার মনে দুঃখ দিব আমি
ভাবলে কেমন করে?
একটু কিছু হলেই তোমার, যেই আমি কাঁদি অঝোরে।
~ ওসমান আলী।
তোমায় দেখার অপার আশায় নিরবে কাঁদছে মন,
তোমার ফেরার আশায় আমার কাটছে প্রহর ক্ষণ।
~ ওসমান আলী।
আরোও পড়ুন: করোনার ভয় - ওসমান আলী। করোনার ভয় কবিতা। ওসমান আলীর কবিতা