একুশে পদক পুরস্কার কি/ একুশে পদক পুরষ্কার কাকে বলে? একুশে পদক পুরষ্কার কেন দেও হয়? । যারা যারা পেয়েছেন ( ১৯৭৬ - এ পর্যন্ত )।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক।
জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য শিক্ষাবিদ, শিল্পী, অর্থনীতিবিদ, ভাষাবিদ, ভাষাসৈনিক, সামাজিক ব্যাক্তিত্ব, প্রতিষ্ঠান, দারিদ্র বিমোচনে অবদানকারীকে স্বীকৃতি স্বরুপ ১৯৭৬ সাল থেকে একুদে পদক প্রদান করা শুরু হয়।
একুশে পদকের প্রবর্তক কে? ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন বাংলাদেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান।
সর্ব প্রথম কাকে একুশে পদক প্রদান করা হয়? সর্ব প্রথম একুশে পদক প্রদান করা হয় কবি কাজী নজরুল ইসলামকে।
একুশে পদকে ভূষিত হলে যা যা দেয় :
যিনি একুশে পদকে ভূষিত হন তাকে একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা ও পুরস্কারের অর্থমূল্য দেওয়া হয়ে থাকে।
একুশে পদকটির ওজন ৩৫ গ্রাম এবং এটি ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি।
একুশে পদকটির নকশা করেছেন নতুন কুণ্ডু।
প্রথমে একুশে পদকপ্রাপ্তকে অর্থমূল্য হিসেবে ২৫,০০০ টাকা প্রদান করা হতো।
এখন তা বাড়িয়ে ২,০০০০০ টাকা করা হয়েছে।
যেসব ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয় :
- শিক্ষা।
- ভাষা ও সাহিত্য।
- অর্থনীতি।
- সাংবাদিকতা।
- শিল্পকলা।
- সমাজসেবা।
- মুক্তিযুদ্ধ।
- বিজ্ঞান ও প্রযুক্তি।
- ভাষা আন্দোলন।
- গবেষণা।
একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র
২০১৬ সাল থেকে এ পর্যন্ত