একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত



একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত

১৯৯৬ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৯৬ সালে মোট ৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • রাহাত খান - সাহিত্য।
  • হাসনাত আবদুল হাই - সাহিত্য।
  • মুহম্মদ আবদুল হাই - শিক্ষা।
  • মোহাম্মদ শাহজাহান - শিক্ষা।
  • সিরাজুল ইসলাম চৌধুরী - শিক্ষা।
  • মোহাম্মদ কামরুজ্জামান - সাংবাদিকতা।
  • ফিরোজ সাঁই - সংগীত।

১৯৯৭ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৯৭ সালে মোট ১১ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আবু ইসহাক - সাহিত্য।
  • শবনম মুশতারী - সংগীত।
  • দেবু ভট্টাচার্য - সংগীত।
  • মমতাজউদ্দীন আহমেদ - নাট্যকলা।
  • রুনু বিশ্বাস - নৃত্যকলা।
  • মোনাজাত উদ্দিন - সাংবাদিকতা।
  • সন্তোষ গুপ্ত - সাংবাদিকতা।
  • সিরাজুল হক - শিক্ষা।
  • রাজিয়া খান - শিক্ষা।
  • নিতুন কুন্ড - ভাষ্কর্য।
  • নভেরা আহমেদ - ভাষ্কর্য।

১৯৯৮ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৯৮ সালে মোট ৬ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আখতারুজ্জামান ইলিয়াস - সাহিত্য।
  • রণেশ দাশগুপ্ত - সাহিত্য।
  • আবুল কাসেম সন্দ্বীপ - সাংবাদিকতা।
  • রোকনুজ্জামান খান - সাংবাদিকতা।
  • মাহবুবা রহমান - সংগীত।
  • ফেরদৌসী মজুমদার - নাট্যকলা।

১৯৯৯ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

১৯৯৯ সালে মোট ১০ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • হাসান আজিজুল হক - সাহিত্য।
  • আলতামাস আহমেদ - নৃত্যকলা।
  • আলী যাকের - নাট্যকলা।
  • মনিরুল ইসলাম - চারুকলা।
  • সুভাষ দত্ত - চলচ্চিত্র।
  • সৈয়দ হাসান ইমাম - চলচ্চিত্র।
  • কে জি মুস্তফা - সাংবাদিকতা।
  • এ বি এম মূসা - সাংবাদিকতা।
  • ফকির আলমগীর - সংগীত।
  • হুসনা বানু খানম - সংগীত।

২০০০ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০০ সালে মোট ১৫ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • এখলাছউদ্দিন আহমদ - সাহিত্য।
  • মহিউদ্দিন আহমেদ - সমাজ ও রাজনীতি।
  • নীলিমা ইব্রাহিম - শিক্ষা।
  • জামাল নজরুল ইসলাম - বিজ্ঞান ও প্রযুক্তি।
  • খালিদ হোসেন - সংগীত।
  • জাহেদুর রহিম - সংগীত।
  • সৈয়দ আব্দুল হাদী - সংগীত।
  • আবদুস সালাম - ভাষা আন্দোল।
  • আবুল বরকত - ভাষা আন্দোলন।
  • শফিউর রহমান - ভাষা আন্দোলন।
  • রফিকউদ্দিন আহমদ - ভাষা আন্দোলন।
  • আবদুল জব্বার - ভাষা আন্দোলন।
  • গাজীউল হক - ভাষা আন্দোলন।
  • শামীম শিকদার - ভাস্কর্য।
  • আবদুল্লাহ আল মামুন - নাট্যকলা।

২০০১ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০১ সালে মোট ১২ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • নির্মলেন্দু গুণ - সাহিত্য।
  • মহাদেব সাহা - সাহিত্য।
  • জিয়া হায়দার - সাহিত্য।
  • আবদুল মতিন - ভাষা আন্দোলন।
  • ফণী বড়ুয়া - সংগীত।
  • বিনয় বংশী জলদাস - যন্ত্রসঙ্গীত।
  • শাহ আবদুল করিম - লোকসঙ্গীত।
  • আতাউর রহমান - নাট্যকলা।
  • গোলাম মুস্তাফা - চলচ্চিত্র।
  • শ্যামলী নাসরীন চৌধুরী - শিক্ষা।
  • মোঃ রফিকুল ইসলাম - শিক্ষা।
  • The Mother Language Lovers of the World - একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় অসামান্য  অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ।

২০০২ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০২ সালে মোট ১৪ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আহমদ ছফা - সাহিত্য।
  • মুহম্মদ শহীদুল্লাহ - সাহিত্য ও ভাষা আন্দোলন।
  • সুফিয়া আহমেদ সাংস্কৃতিক বিকাশ ও ভাষা - আন্দোলন।
  • আবদুল হামিদ খান ভাসানী - ভাষা আন্দোলন।
  • মঞ্জুর হোসেন - ভাষা।
  • আন্দোলনকাজী গোলাম মাহবুব - ভাষা আন্দোলন।
  • সাদেক খান - ভাষা আন্দোলন ও চলচ্চিত্র।
  • গাজী মাজহারুল আনোয়ার - সংগীত।
  • রমেশ শীল - গণসংগীত।
  • আবদুল জব্বার খান - চলচ্চিত্র।
  • সিরাজুর রহমান - সাংবাদিকতা।
  • আবুল কালাম আজাদ - শিক্ষা।
  • প্রতিভা মুৎসুদ্দি - শিক্ষা।
  • শরীফ হোসেন - শিক্ষা।

২০০৩ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৩ সালে মোট ১২ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আল মুজাহিদী - সাহিত্য।
  • আবদুল মান্নান সৈয়দ - গবেষণা।
  • খান আতাউর রহমান - চলচ্চিত্র।
  • মুহম্মদ শামস-উল-হক - শিক্ষা।
  • জোবেদা খানম - শিক্ষা।
  • মুহাম্মদ একরামুল হক - শিক্ষা।
  • জেবুন্নেসা রহমান - শিক্ষা।
  • লোকমান হোসেন ফকির - সংগীত।
  • আঞ্জুমান আরা বেগম - সংগীত।
  • আবদুল হামিদ - সাংবাদিকতা (ক্রীড়া)।
  • মোহাম্মদ নাজিম উদ্দিন মোস্তান - সাংবাদিকতা।
  • ইউনেস্কো - বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরার জন্য।

২০০৪ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৪ সালে মোট ১০ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • ফরিদা হোসেন - সাহিত্য।
  • চাষী নজরুল ইসলাম - চলচ্চিত্র।
  • মুস্তাফা মনোয়ার - চারুকলা।
  • মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা - শিক্ষা।
  • এ.জেড.এম এনায়েতুল্লাহ - সাংবাদিকতা।
  • মনিরুজ্জামান মনির - সংগীত।
  • নীলুফার ইয়াসমীন - সংগীত।
  • যোবায়দা হান্নান - সমাজসেবা।
  • নবাব ফয়জুন্নেছা - সমাজসেবা।
  • ওয়াকিল আহমদ - গবেষণা।

২০০৫ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৫ সালে মোট ১৪ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আসহাব উদ্দীন আহমদ - সাহিত্য।
  • সৈয়দ মুজতবা আলী - সাহিত্য।
  • জুবাইদা গুলশান আরা - সাহিত্য।
  • আপেল মাহমুদ - সংগীত।
  • বশির আহমেদ - সংগীত।
  • খোন্দকার দেলোয়ার হোসেন - ভাষা আন্দোলন।
  • সাইফুর রহমান - ভাষা আন্দোলন।
  • মোহাম্মদ আবদুল গফুর - ভাষা আন্দোলন।
  • বিশুদ্ধানন্দ মহাথের - সমাজসেবা।
  • মোঃ মাশির হোসেন - সাংবাদিকতা।
  • ইকবাল মাহমুদ - শিক্ষা।
  • আবদুল্লাহ আবু সায়ীদ - শিক্ষা।
  • চিত্তরঞ্জন সাহা - শিক্ষা।


১৮৮৬ - ১৯৯৫ পূর্ববর্তী  পরবর্তী  ২০০৬ - ২০১৫

Post a Comment

0 Comments