একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত



একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত

২০০৬ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৬ সালে মোট ১৩ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • মোঃ নূরুল ইসলাম - সাহিত্য।
  • আবুল কালাম মনজুর মোরশেদ - সাহিত্য।
  • আফতাব আহমেদ - আলোকচিত্র।
  • আনোয়ার উদ্দিন খান - সংগীত।
  • রওশন আরা মুস্তাফিজ - সংগীত।
  • ফাতেমা তুজ জোহরা - সংগীত।
  • হামিদুজ্জামান খান - ভাষ্কর্য।
  • শাহাদত চৌধুরী - সাংবাদিকতা।
  • গাজীউল হাসান খান - সাংবাদিকতা।
  • এম. আসাদুজ্জামান - শিক্ষা।
  • সুকোমল বড়ুয়া - শিক্ষা।
  • জসীম উদ্দিন আহমদ - শিক্ষা।
  • আনোয়ারা বেগম - শিক্ষা।

২০০৭ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৭ সালে মোট ৫ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • মোহাম্মদ মাহফুজউল্লাহ - সাহিত্য।
  • মুহাম্মদ হাবিবুর রহমান - সাহিত্য।
  • সেলিম আল দীন - নাট্যকলা।
  • মনজুর আলম বেগ - চারুকলা (আলোকচিত্র)।
  • আনোয়ার পারভেজ - সংগীত।

২০০৮ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৮ সালে মোট ৯ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • দিলওয়ার খান - সাহিত্য।
  • ওয়াহিদুল হক - সংগীত।
  • খন্দকার নুরুল আলম - সংগীত।
  • শেফালী ঘোষ - সংগীত।
  • শ্যামসুন্দর বৈষ্ণব - সংগীত।
  • খালেক নওয়াজ খান - ভাষা আন্দোলন।
  • মোজাফ্ফর আহমদ - শিক্ষা।
  • জোহরা বেগম কাজী - সমাজসেবা।
  • নাজমা চৌধুরী - গবেষণা।


২০০৯ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০০৯ সালে মোট ১৩ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • সেলিনা হোসেন - সাহিত্য।
  • সৈয়দ আনোয়ার হোসেন - গবেষণা।
  • শামসুজ্জামান খান - গবেষণা।
  • বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর - শিক্ষা।
  • আশরাফ-উজ-জামান খান - সাংবাদিকতা।
  • মানিক চন্দ্র সাহা - সাংবাদিকতা।
  • বিলকিস নাসির উদ্দিন - সাংবাদিকতা।
  • হুমায়ুন কবীর বালু - সাংবাদিকতা।
  • মাহবুব উল আলম চৌধুরী - ভাষা আন্দোলন।
  • মোহাম্মদ রফি খান - সমাজসেবা।
  • কাজী খলীকুজ্জমান আহমদ - দারিদ্র বিমোচন।
  • রামেন্দু মজুমদার - নাট্যকলা।
  • মনসুর উল করিম - চারুকলা।

২০১০ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০১০ সালে মোট ১৫ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।



  • হেলেনা খান - ভাষা ও সাহিত্য।
  • সাঈদ আহমদ - ভাষা ও সাহিত্য (নাটক)।
  • মোহাম্মদ রফিক - ভাষা ও সাহিত্য।
  • গোলাম মাওলা - ভাষা আন্দোলন।
  • মুনতাসীর মামুন - গবেষণা।
  • এ.এস.এইচ.কে সাদেক - সামাজিক ব্যক্তিত্ব।
  • হানিফ সংকেত - সামাজিক ব্যক্তিত্ব।
  • সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের - সামাজিক ব্যক্তিত্ব।
  • একেএম আব্দুর রউফ - চিত্রশিল্পী।
  • নাসির উদ্দীন ইউসুফ - নাট্যকলা।
  • ইমদাদ হোসেন - চিত্রশিল্পী।
  • লায়লা হাসান - নৃত্যকলা।
  • পার্থ প্রতিম মজুমদার - শিল্প (মুকাভিনয়)।
  • মোহাম্মদ আলম - সংবাদিকতা (আলোকচিত্র)।
  • আহমেদ ইমতিয়াজ বুলবুল - সুরকার।

২০১১ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০১১ সালে মোট ১৩ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • আবদুল হক - ভাষা ও সাহিত্য।
  • শহীদ কাদরী - ভাষা ও সাহিত্য।
  • আমানুল হক - ভাষা আন্দোলন।
  • শওকত আলী - ভাষা আন্দোলন।
  • মোশারেফ উদ্দিন আহমেদ - ভাষা আন্দোলন।
  • আখতার সাদমানী - শিল্পকলা।
  • আবদুল করিম শাহ - শিল্পকলা।
  • জ্যোৎস্না বিশ্বাস - শিল্পকলা ওস্তাদ।
  • মোহাম্মদ হারেস উদ্দিন (পলান সরকার) - সমাজসেবা।
  • মোহাম্মদ দেলোয়ার হোসেন - সমাজসেবা।
  • মোহাম্মদ আবুল হাশেম - সমাজসেবা।
  • আবদুল হক চৌধুরী - গবেষণা।
  • নূরজাহান বেগম - সাংবাদিকতা।

২০১২ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০১২ সালে মোট ১৫ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • হুমায়ুন আজাদ - ভাষা ও সাহিত্য।
  • মমতাজ বেগম - ভাষা আন্দোলন।
  • হাবিবুর রহমান মিলন - শিক্ষা।
  • মনসুরুল আলম খান - শিক্ষা।
  • অজয় কুমার রায় - শিক্ষা।
  • এ কে নাজমুল করিম - শিক্ষা।
  • করুণাময় গোস্বামী - শিল্পকলা।
  • মোবিনুল আজিম - শিল্পকলা।
  • ইনামুল হক - শিল্পকলা।
  • মামুনুর রশীদ - শিল্পকলা।
  • তারেক মাসুদ - চলচ্চিত্র।
  • আশফাক মুনীর চৌধুরী - সাংবাদিকতা।
  • এহেতশাম হায়দার চৌধুরী - সাংবাদিকতা।
  • শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের - সমাজসেবা।
  • বরেন চক্রবর্তী - বিজ্ঞান ও প্রযুক্তি।

২০১৩ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০১৩ সালে মোট ১২ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে।


  • আসাদ চৌধুরী - ভাষা ও সাহিত্য।
  • রফিক আজাদ - ভাষা ও সাহিত্য।
  • অজিতকুমার গুহ - ভাষা আন্দোলন।
  • এম এ ওয়াদুদ - ভাষা আন্দোলন।
  • তফাজ্জল হোসেন মানিক মিয়া - ভাষা আন্দোলন।
  • মোহাম্মদ কামরুজ্জামান - ভাষা আন্দোলন।
  • স্যামসন এইচ চৌধুরী - সমাজসেবা।
  • নূরজাহান মুর্শিদ - সমাজসেবা।
  • এনামুল হক মোস্তফা শহীদ - মুক্তিযুদ্ধ।
  • বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী - শিল্পকলা।
  • কাদেরী কিবরিয়া - শিল্পকলা।
  • বিজয় সরকার - শিল্পকলা।
  • জামালউদ্দিন হোসেন - শিল্পকলা।

২০১৪ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০১৪ সালে মোট ১৫ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • বেলাল চৌধুরী - ভাষা ও সাহিত্য।
  • জামিল চৌধুরী - ভাষা ও সাহিত্য।
  • রশীদ হায়দার - ভাষা ও সাহিত্য।
  • আবদুশ শাকুর - ভাষা ও সাহিত্য।
  • বিপ্রদাশ বড়ুয়া - ভাষা ও সাহিত্য।শামসুল হুদা - ভাষা আন্দোলন।
  • বদরুল আলম - ভাষা আন্দোলন।
  • এস এম সোলায়মান - শিল্পকলা।
  • রামকানাই দাশ - শিল্পকলা।
  • কেরামত মওলা - শিল্পকলা।
  • সমরজিৎ রায় চৌধুরী - শিল্পকলা।
  • গোলাম সারওয়ার - সাংবাদিকতা।
  • মুজিবুর রহমান - সমাজ সেবা।
  • অনুপম সেন - শিক্ষা।
  • এনামুল হক - গবেষণা।

২০১৫ সালে একুশে পদক প্রাপ্তদের নামের তালিকা ও ক্ষেত্র :

২০১৫ সালে মোট ১৫ জনকে বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।


  • মুহম্মদ নুরুল হুদা - ভাষা ও সাহিত্য।
  • দ্বিজেন শর্মা - ভাষা ও সাহিত্য।
  • আব্দুর রহমান বয়াতী - শিল্পকলা (মরণোত্তর)।
  • পিয়ারু সরদার - ভাষা আন্দোলন (মরণোত্তর)।
  • মজিবর রহমান দেবদাস - মুক্তিযুদ্ধ।
  • এটিএম শামসুজ্জামান - শিল্পকলা।
  • আবুল হায়াত - শিল্পকলা।
  • সনৎকুমার সাহা - শিক্ষা।
  • এম এ মান্নান - শিক্ষা।
  • সত্যপ্রিয় মহাথের - সমাজসেবা।
  • ঝর্ণা ধারা চৌধুরী - সমাজসেবা।
  • অরূপ রতন চৌধুরী - সমাজসেবা।
  • আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া - গবেষণা।
  • ফরিদুর রেজা সাগর - গণমাধ্যম।
  • কামাল লোহানী - সাংবাদিকতা।

১৯৯৬ - ২০০৫ পূর্ববর্তী  পরবর্তী ২০১৬ থেকে...

Post a Comment

0 Comments