নারী কবিতা | Nari Kobita – কাজী নজরুল ইসলাম

নারী কবিতা কাজী নজরুল নারী কবিতার মধ্যে নারীদের কিভাবে মাধ্যমে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে সেগুলোর মধ্যে রয়েছে। রচনা থেকে আমরা সম্মান দিয়ে কথা বলতে হবে নারীদের কে অসম্মান করলে আমাদের সম্মান হবে নারীদের সম্মান দিয়ে কথা বললে। আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে তাহলে আমাদের সাথে কিভাবে কথা বলতে হবে নারীদের কিভাবে সম্মান দিয়ে কথা বলতে কবিতা। নারী কবিতা কাজী নজরুল ইসলাম অনেক ধরনের ইতিহাস বর্ণনা করে দিয়েছে না এদেশ আমাদের অনেক রকমের সেগুলোর মান সম্মানের সাথে কথা বলতে হবেনা। 



নারী কবিতা – কাজী নজরুল ইসলাম

এতে আমাদের অনেক রকমের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের গর্ভ ধারণ করেন নারীরা কবিতা। নারী কবিতার মধ্যে রয়েছে অনেক রকমের ইতিহাস এগুলো আমাদের পরিবারে নারীর মধ্যে অনেক রকমের চেতনাবিরোধী আমাদের অন্য চোখে দেখি সেগুলো আমাদের ভালো হয়ে যাবে। আমাদের বালা দৃষ্টিতে দেখতে পারবো না আর কবিতা কাজী নজরুল ইসলাম অনেক রকমের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের নারী উদ্যোক্তা নিয়ে কবিতা তৈরি করেছে নারী কবিতার মধ্যে যেমন রয়েছে তেমনি রয়েছে। 


নারী কবিতা- কাজী নজরুল ইসলামঃ 


আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই। 

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর 

অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

 বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি 

অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।

 জগতের যত বড় বড়  জয় বড় বড় অভিযান  

মাতা ভগ্নী ও বন্ধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান। 





কোন রণে কত খুন দিল নর, দিলোনা লেখা আছে ইতিহাসে,কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে, কত মাতা দিল উপাড়ি কত বোন দিল সেবা,

 বীরের স্মৃতি স্তস্তের গায়ে লিখিয়া রেখেছে কেবা? 

কোন কালে একা হয় নি কো পুরুষের তরবারি

প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্ণী নারী।

 যে যুগ হয়েছে বাসি,




 সে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি

 কেহ রহিবে না বন্দী কাহারও উঠিছে ডঙ্কা বাজি।

 নর যদি রাখে নারীরে বন্দী তবে এর পরযুগে

আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে।

                 যুগের ধর্ম এই-

পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।


নারী তুমি  বিশ্ব বিধাত্রীর অপরুপ  এক সৃষ্টি নারী তুমি

মায়ের চোখে মমতার সু দৃষ্টি।

নারী তুমি কণ্যা হয় আলোকিত এক ঘর নারী তুমি

 আপন করে নাও অচেনা কত পর। 

নারী তুমি ভাইয়ের জন্য বোন হয়ে দাও মায়া 

নারী তুমি রাখিল বাঁধনে রেখেছ তার ছায়া। 

নারী তুমি প্রেমিকা হয়ে মল্লিকা মালতী হও

নারী তুমি সুপ্ত হৃদয়ের মায়াহীন কভু নও।


Read Also: সাম্যবাদী কবিতা – কাজী নজরুল ইসলাম | Samyabadi Kobita | সাহিত্য মহল


নারী তুমি স্ত্রী রূপে আগলে রাখ পরিবার নারী তুমি এক হৃদয়ে জায়গা রাখো সবার।

নারী তুমি একই দেহে কন্যা-জায়া-জননী

নারী তুমি উৎসাহ যোগানো অন্যান্য রমনী৷ 

নারী তুমি পেলে পদতলে দেওয়া শ্রেষ্ঠ স্থান 

নারী তুমি পেলে তোমায় গর্ভের ধন সন্তান।

নারী তুমি হীনা অপূর্ব সংসার এ জগত

নারী তুমি মায়ার আবেশে পূর্ণতা দাও সুগত। 



Read Also: প্রার্থনা গোলাম মোস্তফার কবিতা - ২০২২


নারী কবিতা কাজী নজরুল ইসলামের নারী কবিতা গর্ভধারণ বা নারীদের মধ্যে সমানভাবে পুরুষদের কিভাবে সম্মান দিতে হয়। সেগুলো আমাদের বিবেচনা করে রাখতে হবে কারণ আমাদের বিভিন্ন ধরনের মানচিত্র তৈরি করা। বিভিন্ন ভাষা ব্যবহার তৈরি করা কায়না কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম আমাদের বিভিন্ন ধরনের নারী। কবিতার মধ্যে অনেক রকমের চেতনাবোধ তৈরি করার কারণে আজকাল মানুষ নারীদের সম্মান দিয়ে কথা বলতে পারেনা সবকিছু নিয়ে কবিতা। তাই আমাদের উচিত নারী কবিতা মধ্যে বৈচিত্র্যময় চলচ্চিত্র বাহু তুলে ধরার মাধ্যমে আমাদের এরকম সমস্যা সৃষ্টি হওয়ার কারণে যার কারণে নারী কবিতা।

Post a Comment

0 Comments