প্রার্থনা গোলাম মোস্তফার কবিতা - ২০২২

প্রার্থনা' কবিতায় আমাদের বিভিন্ন ধরনের সমাজে মানব সমাজের কল্যাণের জন্য অনেক কিছু বলার আছে যা ইসলামের দৃষ্টিতে। আমাদের প্রার্থনা কবিতার মধ্যে অনেক সময় অনেক জিনিস ভোলা যায় না সেগুলো বুঝতে পারোনা শিখতে বা কোন কিছু জানার আছে আমাদের প্রার্থনা কবিতা। প্রার্থনা কবিতার আমাদের দেশে বিভিন্ন মানুষের কল্যাণে কাজের জন্য এগিয়ে আসার জন্য প্রার্থনা কবিতা বনলতা মঙ্গলবার আমাদের বিভিন্ন ধরনের সমাজে মানুষের চেতনা মঙ্গলবার চেতনাবোধ। প্রার্থনা কবিতার মধ্যে আমাদের কিছু জানার ও বোঝার শিকার অভিজ্ঞতা রয়েছে যেমন আমাদের অনেক কিছু বুঝতে পারে না। 


সেগুলো বুঝতে পারব যে আমার অভিজ্ঞতা নেই সেগুলো নির্ধারণ করবে সেগুলো আমাদের কাজে লাগবে। বুঝার মধ্যে আমাদের প্রার্থনা কবিতার মধ্যে একটা অন্য কবিতা জানালা বাংলাদেশের কবিতা মধ্যে কবি গোলাম মোস্তফা জিনের মাধ্যমে কিছু জানার বোঝার তৌফিক কে দিয়েছেন জানতে পারি। গোলাম মোস্তফা রচয়িতা কবিতা প্রার্থনা কবিতার মধ্যে আমাদের মধ্যে জানার আছে বলার অধিকার আছে আমাদের দেশে বিভিন্ন মানুষের মধ্যে অনেক রকম ভাবনা। মনের মধ্যে থাকে সেগুলো আমাদের প্রকাশের মাধ্যমে প্রকাশ করতে পারছিলোনা ভাব প্রকাশ করার মত তৌফিক দান করুক।




প্রার্থনা কবিতা গোলাম মোস্তফার কবিতাঃ 

প্রার্থনা - গোলাম মোস্তফা


অনন্ত অসীম প্রেমময় তুমি,

বিচার দিনের স্বামী।

যত গুণগান হে চির মহান

 তেমারি অন্তর্যামী।

দ্যুলোক- ভুলোক সবারে ছাড়িয়া 

তোমারি চরণে পড়ি লুটাইয়া। 

তোমারি সকাশে যাচি হে শকতি, 

তেমারি করুণাকামী। 

সরল সঠিক পূণ্য পন্থা 

মোদের দাও গো বলি, 

চালাও সে- পথে যে- পথে তোমার

প্রিয়জন গেছে চলি। 

যে- পথে তোমার চির- অভিশাপ 

যে- পথে ভ্রান্তি, চির- পরিতাপ, 

হে মহাচালক, মোদের কখনও 

করো না সে পথগামী৷ 



গোলাম মোস্তফা রচয়িতা প্রার্থনা কবিতার মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের প্রার্থনা কবিতার রচয়িতা করতে পারলে আমাদের পরিচিত হয়ে থাকেন জয়গুরু কবিতার মধ্যে আমাদের প্রার্থনা সমাজের কল্যাণ। মায়ের সঙ্গে তুলনা করে উঠতে পারে প্রার্থনা কবিতার মতো একটা কবিতা তৈরি করতে পারেন গোলাম মোস্তফা আসলে কবিতার মধ্যে প্রতিযোগিতা করতে পারে। প্রার্থনা কবিতা মধ্যে আমাদের চাওয়ার আছে রয়েছে যেগুলো আমাদের পাওয়ার বার্ষিক আমাদের অনুপ্রেরণা বাগানে অভিজ্ঞতা রয়েছে। 


আমাদের সম্বন্ধে কিছু জানতে পারবে' শিখতে পারো বুঝতে পারো না অনেক কিছু বোঝার আছে অনেকগুলো চাইতে পারে। আমাদের বুঝার মধ্যে অনেক কিছু প্রার্থনা রয়েছে বা প্রার্থনা চাইতে পারলে আমাদের কোন খাবার রয়েছে যেগুলো মেইলের মাধ্যমে গোলাম মোস্তফা। যার কারনে গোলাম মোস্তফার মানুষের কাজে দেশের মানুষের কাছে অনেকটা পরিচিত হয়ে গেছেন যার কারণে তিনি মারা প্রমান সহকারে জানতে পারবে বা সেবার মানসিকতা।


Also Read: এই যে তুমি খুন করছো মানুষ। সদাত হোসাইনের কবিতা।

গোলাম মোস্তফার অকৃতজ্ঞ কবিতার মধ্যে আমাদের প্রার্থনা কবিতার মধ্যে টাকাগুলো দেওয়ার কারণ আমাদের মানুষের মধ্যে পরিচিত হয়ে পড়েছে যে আমাদের মাঝে মাঝে অনেক কিছু শিখার আছে। বাংলা কবিতা মধ্যে আসলে আমাদের মাননীয় মহাদেব আমার জীবনের কল্যাণের কাজে এগিয়ে আসার জন্য কিছু বুঝতে পেরেছে মরা মানুষের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে কাজ করে কবিতা। 


Also Read: আমার কোনো বন্ধু নেই - সাদাত হোসাইন। সাদাত হোসাইনের কবিতা


জীবনে অনেক কিছু ফটো উঠেছে সেই কবিতার মধ্যে প্রার্থনা কবিতার মধ্যে আসলে আমাদের মানবজাতির মধ্যে অনেক কিছু বোঝার আছে শিক্ষা আছে। যেগুলো আমাদের অনেক কিছু বুঝতে পেরেছে আমাদের আশীর্বাদ ও অভিশাপ কবুতর পরিচিতি পায় অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। গোলাম মোস্তফার প্রার্থনা কবিতার মধ্যে অনেকে ছবি তুলে ধরেছেন বাস্তব জীবনের কাহিনী নিয়ে ফুটে উঠেছে সেখানে স্থানীয় নামে পরিচিত।

Post a Comment

0 Comments