অপাদান কারক কী / অপাদান কারক কাকে বলে? উদাহরণ সহ
অপাদান কারক কী / অপাদান কারক কাকে বলে?
অপাদান কারকের সংজ্ঞা হচ্ছে, যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।
যেমন : বৃক্ষ থেকে পাতা ঝড়ে।
আমরা জানি যে, ক্রিয়াকে 'কোথা হতে' প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অপাদান কারক। এখানে যদি প্রশ্ন করা হয় যে, কোথা হতে পাতাা ঝড়ে? উত্তর আসবে বৃক্ষ। তাই এখানে বৃক্ষ হচ্ছে অপাদান কারক।
নিচে উপরে উল্লিখিত বিষয়গুলোর উপর উদাহরণ দেওয়া হলো এবং বোল্ড করা অংশটুকু হচ্ছে, অপাদান কারক।
উদাহরণ :
- বিচ্যুত : বৃক্ষ থেকে পাতা ঝরে।
- পতিত : মেঘে বৃষ্টি হয়।
- গৃহীত : ঝিনুক থেকে মুক্তা মেলে।
- জাত : জমি থেকে ফসল পাই।
- রক্ষিত : বিপদে মোরে রক্ষা কর।
- বিরত : পাপে বিরত হও।
- দূরীভূত : দেশ থেকে বিপদ চলে গেছে।
- উৎপন্ন : তিলে তৈল হয়।
- ভীত : সুন্দরবনে বাঘের ভয় আছে।
আরও পড়ুন : কারক কী / কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি? কারক সহজে মনে রাখার কৌশল
আরও পড়ুন : অধিকরণ কারক কী / অধীকরণ কারক কাকে বলে? অধিকরণ কারক কত প্রকার ও কি কি? (বিস্তারিত)