সম্প্রদান কারক কী / সম্প্রদান কারক কাকে বলে? উদাহরণ সহ


সম্প্রদান কারক কী / সম্প্রদান কারক কাকে বলে? উদাহরণ সহ


সম্প্রদান কারক কী / সম্প্রদান কারক কাকে বলে?


সম্প্রদান শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে নিঃস্বার্থভাবে দান করা কিংবা স্বেচ্ছায় দান করা। যার সাথে জড়িত থাকবেনা কোনো স্বার্থ।


সম্প্রদান কারকের সংজ্ঞা হচ্ছে, যাকে স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, সেই দান গ্রহীতাকে সম্প্রদান কারক বলে।


যেমন : ১. ভিক্ষুককে ভিক্ষা দাও।


আমরা জানি যে, সম্প্রদান কারকে ক্রিয়াকে 'কাকে ( স্বত্ব ত্যাগ করে প্রদান )' দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যায় সম্প্রদান কারক।


ভিক্ষুককে মানুষ ভিক্ষা দেয় নিঃস্বার্থে। ভিক্ষা দেওয়ার বিনিমেয় ভিক্ষুকের কাছ থেকে তারা কোনো কিছু আদান করেন না। তাই এখানে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান কারক


জ্ঞাতব্য : সংস্কৃত ব্যাকরণের অনুসারণে বাংলা ভাষায় সম্প্রদান কারকের ব্যবহার চলে আসছে। কিন্তু সম্প্রদান কারক এবং কর্মকারকের বিভক্তি চিহ্ন এক। কেবল দানের প্রসঙ্গে অনেক ব্যাকরণ বিশেষজ্ঞ সম্প্রদান কারকের অস্তিত্ব স্বীকারে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। ( সপ্তম শ্রেণী, বাংলা ব্যাকরণ )


নিচে সম্প্রদান কারকের আরও কিছু উদাহরণ দেওয়া হলো এবং বোল্ড করা অংশটুকু হচ্ছে সম্প্রদান কারক।


গুরু দক্ষিণা দাও।

দরিদ্রকে দান কর।

দীনে দয়া কর।


আরও পড়ুন : কারক কী / কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি? কারক সহজে মনে রাখার কৌশল


আরও পড়ুন : অপাদান কারক কী / অপাদান কারক কাকে বলে? উদাহরণ সহ

Post a Comment

0 Comments