করণ কারক কী / করণ কারক কাকে বলে? উদাহরণ সহ


করণ কারক কী / করণ কারক কাকে বলে? উদাহরণ সহ


করণ কারক কী / করণ কারক কাকে বলে?


'করণ' শব্দটির শাব্দিক অর্থ যন্ত্র, সহায় বা উপায়। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে।


যেমন : ১. ছেলেরা বল খেলে।

২. কলমটি সোনায় মোড়া।

প্রথম উদাহরণটি হচ্ছে 'ছেলেরা বল খেলে'। এখন প্রশ্ন হলো, ছেলারা কিসের সাহায্যে বল খেলে? উত্তর আসবে বলের সাহায্যে। তাই এখানে বল হবে করণ কারক।

একইভাবে দ্বিতীয় উদাহরণটিও যদি দেখি। কলমটি সোনায় মোড়া। প্রশ্ন হলো, কলমটি কিসের সাহায্যে মোড়া? উত্তর হবে সোনার সাহায্যে মোড়া। তাই এখানে করণ কারক হবে সোনা

নিচে করণ কারকের আরও কিছু উদাহরণ দেওয়া হলো এবং বোল্ড করা অংশটুকু হচ্ছে করণ কারক।

  • আকাশ মেঘে ডাকা।
  • আমরা কান দ্বারা শুনি।
  • বন্যায় দেশ প্লাবিত হলো।


আরও পড়ুন কারক কী / কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি? কারক সহজে মনে রাখার কৌশল

Post a Comment

0 Comments