কর্মকারক কী / কর্মকারক কাকে বলে? উদাহরণ সহ
কর্মকারক কী / কর্মকারক কাকে বলে?
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কিংবা ক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তাকে যার আশ্রয় নিতে হয় তাকেই কর্মকারক বলে।
যেমন: ১. ঘোড়া গাড়ি টানে।
২. শাহেদ বই পড়ে।
আমরা জানি যে, ক্রিয়াকে 'কী' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। প্রথম উদাহরণটিতে ঘোড়া গাড়িকে আশ্রয় করে টানে। যদি প্রশ্ন করা যায় 'ঘোড়া কী টানে? উত্তর হবে 'গাড়ি'। তাই এখানে গাড়ি হচ্ছে কর্মকারক।
আবার দ্বিতীয় উদাহরণটিতে শাহেদ বইকে আশ্রয় করে পড়ে। তাই এখানে বই হচ্ছে কর্মকারক।
নিচে কর্মকারকের আরও কিছু উদাহরণ দেওয়া হলো এবং বোল্ড করা অংশ গুলো হচ্ছে কর্মকারক।
- রিতু বৃষ্টি দেখে।
- মামুন ক্রিকট খেলে।
- রাইমা ভাত রাঁধে।
- রাতুল টেলিভিশন দেখে।
আরও পড়ুন : করণ কারক কী / করণ কারক কাকে বলে? উদাহরণ সহ