সাদাত হোসাইন সম্পর্কে
সাদাত হোসাইন মাদারীপুরের কালকিনিতে জন্ম গ্রহণ করেন ২৯ জুন ১৯৮৪ সালে। তিনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় লেখক।
ছোটবেলায় সাদাত হোসাইনের দুটো স্বপ্ন ছিলো
প্রথম স্বপ্নটি ছিলো খেয়া নৌকার মাঝি হওয়া
এবং দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে নিজের নাম ছাপার অক্ষরে দেখতে পাওয়া।
প্রথম স্বপ্নটি পুরণ করা সাদাত হোসেনের জন্য অধিকতর সহজ ছিলো কারণ তাদের বাড়ীর পাশেই ছোট একটি নদী আছে। কিন্তু হলো উল্টোটা তিনি হলেন লেখক।
সাহাত হোসাইন এখন একাধারে আলোকচিত্রী, লেখক, কবি ও চলচ্চিত্র নির্মাতা।
এ পর্যন্ত প্রকাশিত সাদাত হোসাইনের বইয়ের সংখ্যা
মোট বই ১২ টি। তার মধ্যে ৭টি উপন্যাস, ৩ টি কবিতার বই ও ২টি গল্পের বই
সাদাত হোসাইনের উপন্যাসের সংখ্যা ও নাম
- নিঃসঙ্গ নক্ষত্র।
- আরশিনগর।
- নির্বাসন।
- অন্দরমহল।
- মানবজনম।
- ছদ্মবেশ।
- মেঘেদের দিন।
- অর্ধবৃত্ত।
- মরণোত্তম।
সাদাত হোসাইনের কবিতার বইয়ের সংখ্যা ও নাম
- যেতে চাইলে যেও।
- কাজল চোখের মেয়ে।
- আমি একদিন নিখোঁজ হবো।
- তোমাকে দেখার অসুখ।
সাহাত হোসাইনের গল্পের বইয়ের সংখ্যা ও নাম
- গল্পছবি।
- জানালার ওপাশে।
তিনি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য সিনেমাও তৈরি করেছেন।
সাদাত হোসাইনের এ পর্যন্ত প্রাপ্ত উল্লেখযোগ্য পুরষ্কার সমূহ
১। ২০১৬ সালে শ্রেষ্ঠ নির্মাতা পুরস্কার।
২। জুনিয়র চেম্বার ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ড।
৩। হুমায়ুন আহমেদ সাহিত্য পুরষ্কার।
৪। চোখ সাহিত্য পুরষ্কার।
৫। শুভজন সাহিত্য পুরষ্কার ও
৬। এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরষ্কার।