মানবসেবা নিয়ে উক্তি স্ট্যাটাস কিছু কথা

মানবসেবা এমনটি যদি হতো শরীরে মোদের এক কাঠামো লাল সবার রক্ত তবে কেন মুর্খ মানবসেবা আজ নিজের ভাইয়ের রক্তে তবে কেনও সবাই সবার মানবসেবা বাড়ির পুরনো পরিচারিকা সকল ধরণের মহৎ কাজে আমাদের মানবসেবায় কাজ করে এমন একটি ভাব নিতে হবে যাতে আমরা পুরো দেশকে অনেক দূর পর্যায়ে কখনও কখনও ইচ্ছে হয় হারিয়ে যাই এমন এক মানবসেবা যেখানে কারো কোন মানবিকতায় মেঘ মনুষ্যত্ব গেছে পাটে। যাস না খুকু আনতে পদ্মদিঘির ঘাটে। মানবসেবা সবার জীবনে একটি করে ভালো কাজের মধ্যে দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। 


Read More:- শীতকাল নিয়ে স্ট্যাটাস উক্তি কিছু কথা।


জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মানবসেবার আত্নমর্যাদাহীণ আর নীতিবোধ বহু মানুষের দৃষ্টিকোণ থেকে অর্থ বা সেবার কাজে যদি আমাদের কাজ শেষে সাফল্য ধরে রাখতে পারি। তাহলে এক সময় এই মহৎ কাজ সকল জায়গায় ছড়িয়ে পড়বে তাৎক্ষণিক কিন্তু সেগুলো সবই ক্ষনস্থায়ী এমনকি মৃত্যুর পরেও মানুষের কর্ম এবং সম্মান থেকে যায়। মানবসেবা কাজ সবার জীবনে যদি সুযোগ আসে তাহলে আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করে যাবো এবং সমাজের সবার কাজে এগিয়ে আসব তাহলে সুন্দর একটি মানবসেবার মধ্যে দিয়ে সমাজ একদিন অনেক বড় পর্যায়ে চলে যাবে।




মহৎ কাজ করা আমাদের সবার

 পক্ষে সম্ভব হয় না কিন্তু

চাইলেই মহৎ ভালোবাসা দিয়ে

অসংখ্য সুন্দর কাজ করতে পারি।


কোন ব্যাক্তি কখনও যা পেয়েু

তার জন্য সম্মানিত হয়নি।

সম্মান যা দিয়েছে তার

প্রতিদান হিসেবে সম্মান পেয়েছে।


গতকাল চলে গেছে আগামী কাল আসে নাই।

        আমাদের কাছে সময় আছে

      আজকের দিন চলুন শুরু করি।


অন্যদের সেবা করা হলো পৃথিবীতে

নিজের রুমের জন্য ভাড়া দেওয়ার মতোই।


আপনি সমাজের জন্য

যে অস্থিরতা অনুভব করেন

তাই জীবনের প্রথম চিহ্ন।


অন্যকে সাহায্য করা

কোনো কাজ নয় এটি

একটি অন্যতম সেরা

উপহার লিয়া কেবেদে।

Read More:- 10.16.1oo.244 FTP Server:- Updated 2023

মানবসেবার কাজ আমাদের সবার দায়িত্ব একে অন্যের পাশে থাকা কারণ এই পৃথিবীতে আমরা চিরজীবন থাকব না তাই মানবসেবার কাজ করলে আমাদের জন্য অনেক উপকার আসবে। আসলে কোনোদিন কারও সাথে যে পরিস্থিতি শিকার হবো না কেনও কারো যদি একটা ভালো দিক বিবেচনা করে থাকি। তাহলে দেখা যাবে সেটা হয়ে যাবে মানবসেবার একটি কাজ যেখানে কারো সাথে জড়িয়ে থাকা পৃথিবীর সকল ধরণের কাজে ব্যস্ত থাকা একটি ব্যর্থতা সফল হীন জীবন গীতার মতো করে অবগাহন বর্ণ অধর্ম সোজা আপনি যদি দেশকে মন থেকে ভালোবেসে থাকেন। 


Read More:- Green Delta Insurance Company presents digital innovation in the insurance sector

যদি নেতাজী ও বিপ্লবীদের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি থেকে থাকে যদি আপনি মানবসেবার কাজ করে দেশের সাধারণ মানুষের পক্ষে হয়ে থাকেন। তাহলে ডান কিংবা বাম ইত্যাদি কোনো সংসদীয় রাজনৈতিক দলের প্রতি কখনোই অন্ধভাবে সমর্থন করতে পারেননা। কারণ মানবসেবা এমন একটি শব্দ যে শব্দের গতি সমাজে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আসলে এখানে সবাই সবার থেকে কাজ করে দেশকে একটি বড় পর্যায়ে নিতে পারবে তাই। তাই মানুষ কেন সামপ্রদায়িক হয়ে আজ মানবসেবার কাজ করতে গিয়ে মারামারি জাতি ধর্ম নিয়ে মানুষ আজ কেন এতো অহংকারী।


Read More:- মুসা আঃ ফেরাউনকে নিয়ে কুরআনে সূরা দুটির নাম জেনে নিন।



Post a Comment

0 Comments